আমার মতো খোদাদ্্রোহী (হায় খোদা, তুমি সর্বজ্ঞ) যেনো তাকে আর ভাই বলে খনো সম্বোধন না করে ।
আমি তাঁর কাছে মাফ চাইলাম ।
আর খুব ছোটবেলা পড়া একটা ছড়া মনে পড়ে গেলো
]
[গাঢ়]
কেরোসিন শিখা বলে
মাটির প্রদীপে
'ভাই বলে ডাকি যদি
দেবো গলাটিপে';
হেনকালে গগনেতে
উঠিলেন চাঁদা
কেরোসিন শিখা বলে
'এসো মোর দাদা'। ।
[/গাঢ়]
[ হায়, মাটির প্রদীপ হয়েই জীবন কাটালাম খোদা! ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



