[গাঢ়]
তোমার জন্য লিখেছিলাম চোখের পাতায় পদ্য;
তার বদলে ধরিয়ে দিলে প্রজননের মদ্য ।
আধেক শুয়ে আধেক বসে নানান ভঙ্গীতে
যখন আমি উপগত,রবীন্ দ্্র সঙ্গীতে
শরীরটাকে জড়িয়ে ধরো--এতেই যেন সব?-
নিষিদ্ধতার মাঠে বসবে পবিত্র উৎসব ।
এখন আমি বাংলাদেশের যুদ্ধ শেষের ক্রুদ্ধ এক যুবা--
'চেতাও যদি,শুবা?'
[/গাঢ়]
[ইটালিক] পড়ছি, সৈয়দ হকের কবিতা [/ইটালিক]
[link|http://www.syralarkin.com/seduced.htm|Qwem~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

