(যাদের মা নেই এ কবিতাটি তাদের জন্য)
মা
মা তুমি ঘুমিয়ে আছ কেন?
মা তুমি ঘুম থেকে ওঠ
দেখ চেয়ে তোমার ছেলে কাঁদছে।
মা বলে বোকা ছেলে কাঁদছিস কেন তুই?
আমি আছি ঐ আকাশের তারা হয়ে
সব চেয়ে উজ্জ্বল তারাটাই আমি
খোকা তুই কি দেখতে পাচ্ছিস না?
খোকা আমার তুই কাঁদিস না
আমি তোর অপেক্ষায় রইলাম
যেমনি করে আমি চলে গিয়েছি আমার মায়ের কাছে
খোকা তুই কি সেই তারাটা দেখতে পাচ্ছিস?
মা আমি দেখতে পাচ্ছি
মা তুমি কি রোজ আসবে আমায় দেখতে
যদি আসমানে মেঘ করে হানা
তবে কেমন করে আসবে মা?
মা বলেন তাহলে আমি আসব
তোর কাছে বৃষ্টি হয়ে
বৃষ্টির জলে তোর গাল ভিজবে
তোর কপালে দেব আলতো করে চুমু
মা, মা তুমি কোথায় মা?
আমি আছি তোর স্বপনে খোকা
আমি থাকব তোর পাশে
মা তোমার শুভ্র শাড়ির গন্ধ
আমাকে তোমার অস্তিত্ব ভুলতে দেয়না
তুই ভয় পাস নে খোকা
আমি আছি তোর পাশে ।
(আগামী কাল মা দিবস,সকল মায়েদের জন্যে শুভ কামনা)
ইমির
আলোচিত ব্লগ
রাহমান কলমের সাহায্যে কোরআন ও বাইয়ান শিক্ষা দিয়ে থাকেন

সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন
২। সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে
৩। পড় তোমার রব মহামহিমাম্বিত
৪। যিনি... ...বাকিটুকু পড়ুন
যোগেন্দ্রনাথ মন্ডলঃযাঁর হাত ধরে পাকিস্তানের জন্ম

দক্ষিণ এশিয়ার ইতিহাসে কিছু মানুষ আছেন, যাঁদের ভূমিকা একদিকে যুগান্তকারী, অন্যদিকে গভীরভাবে বিতর্কিত। যোগেন্দ্রনাথ মন্ডল সেই বিরল ব্যক্তিত্বদের একজন। পাকিস্তান রাষ্ট্রের জন্মপ্রক্রিয়ায় তিনি ছিলেন একেবারে কেন্দ্রীয় চরিত্র। অথচ কয়েক... ...বাকিটুকু পড়ুন
একটি অসভ্য জাতির রাজনীতি!

সাল ২০০৮। ব্লগারদের দারুণ সমাগম আর চরম জোশ। ব্লগে ঝড় তুলে দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন তখন সবার।
বিএনপি আর জামায়াত জোট তখন ভীষণ কোণঠাসা। কেউ একজন মুখ ফসকে ওদের পক্ষে... ...বাকিটুকু পড়ুন
=মাছে ভাতে বাঙালি - যায় না আর বলা=

মাছে ভাতে আমরা ছিলাম বাঙালি,
উনুন ঘরে থাকতো, রঙবাহারী মাছের ডালি
মলা ছিল -:ঢেলা ছিল, ছিল মাছ চেলা,
মাছে ভাতে ছিলাম বাঙালি মেয়েবেলা।
কই ছিল পুকুর ভরা, শিং ছিল ডোবায়
জলে হাঁটলেই মাছেরা - ছুঁয়ে... ...বাকিটুকু পড়ুন
নিঃস্বঙ্গ এক গাংচিল এর জীবনাবসান
বিয়ের পর পর যখন সৌদি আরব গিয়েছিলাম নতুন বউ হিসেবে দারুন ওয়েলকাম পেয়েছিলাম যা কল্পনার বাইরে। ১০ দিনে মক্কা-মদিনা-তায়েফ-মক্কা জিয়ারাহ, ঘোরাফেরা এবং টুকটাক শপিং শেষে মক্কা থেকে জেদ্দা গাড়ীতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।