ভৌতিক বা অলৌকিক বিষয় কার না ভাল লাগে। ছোটবেলায় আমরা সবাই নানি-দাদিদের ব্যাতিব্যাস্ত করে রাখতাম একটা গল্প বল না, একটা গল্প বল। নানি-দাদিরাও বোধ হয় গল্প শোনাতে বেশ আনন্দ পেতেন। আমি তাদের অনেক বিরক্ত করেছি বিশেষ করে আমার নানিকে। কারন দাদির চেয়ে নানির গল্পের ঝুলিটা বড় ছিল। শোনা গল্প গুলোর মাঝে ভূতের গল্প গুলোই ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমিতো আমার নানির কাছ থেকে এক গল্প বহুবার শুনতাম। বারবার শোনার পরও আবার শুনতে ইচ্ছে হত, ছেলেবেলার মন তাই হয়ত। পছন্দের গল্প গুলোর নিজের বানানো শিরোনাম থাকত যেমন দুই মাথা ভূতের গল্প, তেলের পিঠা ভূতের গল্প এরকম। যখন ভালভাবে পড়তে শিখলাম এর ওর কাছ থেকে বই ধার নিয়ে গল্পের বই পড়তাম সেগুলোর বেশিরভাগই ভূতের বা রহস্য গল্প। বই পড়ার প্রচন্ড নেশা আমার ছোটবেলা থেকেই। সময় পেলেই বই নিয়ে বসে পড়তাম এখনও পড়ি, কেউ আবার ভেবে বসবেননা পাঠ্য বই। এখন আধুনিক সময় ইন্টারনেট থেকে ফ্রি পিডিএফ বই ডাউনলোড করে পড়া যায়। যদিও আমার কাছে কাগজের বই সবথেকে প্রিয় কিন্তু সব সময় কিনে পড়া যায়না। পকেটের ব্যাপারটাও দেখতে হয়
কেউ চাইলে বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
ভূতের গল্প বা বই ভাল লাগলেও ভূতের মুভি আমি খুব একটা পছন্দ করিনা। হলিউডের ভূতের মুভি দেখলে বিরক্ত লাগে। তবে একটা মুভি আমি বেশ আগ্রহ নিয়ে দেখেছি সেটি “The Exorcist”। লেখক পিটার ব্লেটি এবং পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রেইডকিন। মুভিটি আগ্রহ নিয়ে দেখার কারন পাঠ্য ও চাক্ষুস দেখার মিল কতটুকু তা দেখা। মিল কতটুকু আপনারা পড়ে এবং দেখেই মিলিয়ে নিবেন আমি বলে দিব না। যদিও ভয় পাওয়ার মত তেমন কোন বিষয় নেই তবুও আমার কাছে মুভিটি দারুন লেগেছে।
কারো আগ্রহ থাকলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। মুভিটি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে হবে, মাত্র ৯০৪ মেগাবাইট।
পরিশেষে আমি আমার দাদি ও নানির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, তারা দুজনেই পরলোকগমন করেছেন। সৃষ্টিকর্তা যেন পরপারে তাদের পরম আনন্দে রাখেন যেমনটি আমরা ছিলাম। পৃথিবীর সকল দাদি ও নানিদের প্রতি স্রদ্ধা যারা রাত জেগে তাদের নাতি নাতনিদের গল্প বলে ঘুম পাড়ান।
বি. দ্র.- ভূতের মুভি গভীর রাতে একা লাইট বন্ধ করে দরজা জানালা খুলে না দেখলে মজা পাবেন না। আর কেমন লাগল জানাবেন দয়া করে। যারা পড়েছেন ও দেখেছেন তাদেরও অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




