সূত্র প্রথম আলো।
থাইল্যান্ড ও মালয়েশিয়ার দুটি রিপিটার প্রতিস্থাপনের কাজ চলাকালে ১৭ অক্টোবরের পর কোনো এক রাতে চার ঘণ্টার জন্য সি-মি-উই-৪-এর নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করতে হবে। ফলে ওইদিন রাত একটা থেকে পরের চার ঘণ্টা সব ধরনের ইন্টারনেট নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকবে।
তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং অন্যান্য বেসরকারি কোম্পানির জন্যে পর্যাপ্ত ব্যাকআপের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবছার আলম।
আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বিটিসিএলের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, সাবমেরিন কেবল নেটওয়ার্ক মেরামতকালে যাতে বাংলাদেশের টেলিযোগাযোগে সামান্যতম ক্ষতিও যাতে না হয়, সে জন্য সরকার সব ধরনের বিকল্প আয়োজন করছে। এ সময় ইন্টারনেট ব্যান্ডউইথ বা ভয়েস কলের ব্যান্ডউইথের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা করেন।
প্রসঙ্গত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে সাবমেরিন কেবলের মেরামত করা হবে। তাতে করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সব ধরনের টেলিযোগাযোগ একরকম বিচ্ছিন্ন হতে পারে। ফলে কয়েক দিন আগেই সাবমেরিন কেবল কোম্পানি সি-মি-উই-৪ বাংলাদেশকে বিকল্প যোগাযোগ-ব্যবস্থা নিতে জানিয়েছে। কারণ মেরামত চলাকালে পূর্বদিকের দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ইন্টারনেট যোগাযোগ-ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। আর বাংলাদেশের আটটি এসটিএম ওয়ানের (সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল লেভেল-১) সংযোগ যুক্ত রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


