somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ল্যাপটপ কিনতে চান? তাহলে এই পোষ্ট আপনার জন্য। দেখা অদেখা বিষয় গুলো।(মেগা পোষ্ট)

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টটি উৎসর্গ করা হল সেই সব আদুরীর প্রতি যারা গৃহাভ্যন্তরে প্রতিনিয়ত নির্যাতিত হছে।


ল্যাপটপ কেনার সময় যে বিষয় গুলো লক্ষ রাখতে হবেঃ একটি ভালো মানের ল্যাপটপ কেনার ইচ্ছে সবারই থাকে। কিন্তু কিছু মৌলিক বিষয় খেয়াল না করায় আমার প্রায় সময় আমাদের চাহিদা মাফিক কিনতে ব্যর্থ হই। কথা না বাডিয়ে দেখে নেই কোন বিষয় গুলো মাথায় রাখা উচিৎ ।

ল্যাপটপ ব্রান্ড: বাজার এর বিভিন্ন ব্রান্ড এর মধ্যে আমার পছন্দ যথাক্রমে অ্যাপল, সনি, এইচপি, তশিবা, ফুজিতসু, স্যামসাঙ, আসুস, লেনোভো। অভিজ্ঞতা থেকে বলছি ডেল (Inspiron) পছন্দ না করাই ভাল হবে। তবে যাদের ডেল এ অতিমাত্রায় আসক্তি তারা অন্য মডেল গুলো দেখতে পারো।

কনফিগারেশন:


Processor: মিনিমাম core i3,i5,core2duo(যারা ল্যাপটপ শুধুমাত্র গান শোনা, মুভি দেখা, অফিস কাজ করা, প্রেজেন্টেশান এর কাজ করতে চাও) তবে এ ক্ষেত্রে 3rd generation নেওয়ার চেষ্টা করতে হবে। এ সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।


Processor এর ধরনঃ বর্তমান এ দুই ধরন এর পাওয়া যায়। ইন্টেল ও এএমডি। এএমডি ইউরোপ মার্কেট দখল করলে ও এশিয়া মার্কেট এখনো ইন্টেল এর দখল এ। এএমডি Processor গুলো ইন্টেল থেকে একটু বেশি গরম হয়ে থাকে বলে শোনা যায়। এএমডি ব্যবহারকারিরা এএমডি কে এগিয়ে রাখতে চায় আর ইন্টেল ব্যবহারকারিরা ইন্টেল কে। বাস্তবতা হল বর্তমান প্রযুক্তি বিচার এ কোনটি কে ফেলে দেওয়ার সুযোগ নেই। কিছু সুভিদা ইন্টেল থেকে পাওয়া যায় বলে অনেকে ইন্টেল কে সন্দেহাতীত ভাবে এগিয়ে রাখবে। আমি ও তাদের দল এ।


ল্যাপটপ এ 3rd generation বলতে কি বুঝায়ঃ ল্যাপটপ এ 3rd generation বলতে প্রসেসর এর 3rd generation কে বুঝায়। বর্তমান এ 2nd,3rd,4th generation এর প্রসেসর পাওয়া যায়। তবে 3rd generation প্রসেসর ই বেশি পাওয়া যায়। মূলত 2nd থেকে 3rd generation স্পীড একই সিরিজ এর প্রসেসর ভেদে এ ২০০-৬০০mhz পর্যন্ত বাডতে পারে। তবে যারা core2 কিনতে চাও (সাধারণ কাজ কাজের জন্য) তাদের জন্য 3rd generation না হলেও চলবে। 2nd generation প্রসেসর গুলো sandy bridge technology তে আর 3rd generation গুলো Ivy bridge technology তে চলে। 3rd generation গুলো তে কম বিদ্যুৎ খরচ হয় ফলে কম তাপ উৎপন্ন হয়। এভাবে 4th generation(Haswell technology) গুলো তে আরও কম বিদ্যুৎ খরচ ও তাপ উৎপন্ন হয়। গতি ও বেশি হয়।


কিভাবে বুজবো আমার Processor 2nd or 3rd generation এরঃ My computer এ Right ক্লিক করে properties এ ক্লিক করলে Processor এর নাম্বার দেখা যাবে। যদি নাম্বার 2 দিয়ে শুরু হয় তাহলে বুজতে হবে 2nd generation এর Example: Intel(R) core(TM)i5-2150m আর যদি 3 দিয়ে শুরু হয় তাহলে এটি 3rd generation এর।Example: Intel(R) core(TM)i5-3290m


Ram: corei3,i5 এর জন্য minimum 4 gb আর corei2duo এর জন্য 2gb হলেই চলবে। Ram DDR3(Double Data Rate) হতে হবে। অবশ্যই BUS speed এর বিষয় টা মাথায় রাখতে হবে। BUS speed 1600mhz or 1800mhz হলে ভাল হয়। অনেকে DDR3 নিয়ে খুশি হয়ে যায়। BUS speed এর কথা খেয়ালই রাখে না। অথচ এর উপর ও কম্পিউটার এর স্পীড নির্ভর করে। অনেকে মনে করে 4GB RAM লাগিয়ে দিলাম আর কম্পিউটার পাঙ্খা হয়ে যাবে। বাস্তবে দেখা যায় BUS Speed কম হওয়ার জন্য 8GB DDR3 RAM ব্যবহার করে ও কাঙ্ক্ষিত স্পীড পায় না। করে। so, সাধু সাবধান। কমপক্ষে 1200mhz BUS speed এর RAM নেওয়া উচিত (সাধারণ ব্যবহারকারীদের জন্য)


graphics Card: অধিকাংশ ল্যাপটপ এ সাধারণত built in graphics card/integrated graphics card (intel hd 3000 or 4000)থাকে। তাই এটি পরিবর্তন এর সুযোগ নেই। তবে dedicated graphics card/external graphics ও পাওয়া যায়। যারা গ্রাফিক্স এর কাজ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা ভালো ল্যাপটপের কিছু পার্টস পরিবর্তন করা গেলেও graphics Card পরিবর্তন করা যাবে না। তাই Dedicated graphics card/external graphics প্রয়োজন হলে তা কেনার সময়ই নিয়ে নিতে হবে। কারন ল্যাপটপ Manufacturing এর সময় graphics সহ/ছাডা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়। কিন্তু সে ক্ষেত্রে price একটু বেশি পড়বে।


Main board/Motherboard: এটি সাধারণত Laptop এর configuration অনুসারে balance করা থাকে। মাদার বোর্ড বলতে এর chipset কে বুঝানো হয়। এই chipset ই সাধারণত Processor, RAM, Hard disk ও অন্যান্য উপাদান গুলোর সমন্বয় করে থাকে। তবে ডেক্সটপ কেনার সময় অবশ্যই Main board/Motherboard এর প্রতি লক্ষ রাখতে হবে।


Hard disk: সাধারণত বাজার এ দুই ধরনের Hard disk পাওয়া যায় 5200rpm ও 7200 rpm(Revolution per minute) এর। ল্যাপটপ এর ভাল স্পীড এর জন্য 7200 rpm অপরিহার্য। তবে যারা normal কাজ এর জন্য ল্যাপটপ নিতে চাও তাদের 5200rpm হলেও চলবে।


Display: সাধারণত ১৫" হলে ভাল হয়(মুভি দেখার জন্য)। তবে ১৪" হলেও চলবে। (যদি নিয়মিত বাইরে নিতে হয় তাহলে ১৩" ও নিতে পারো)।


USB 3.0 আছে কিনা দেখাঃ বর্তমানে বহুল ব্যবহৃত USB 3.0। এর ডাটা Transfer rate 400MBps। অন্যদিকে USB 2.0 এর Data transfer rate 35MBps মাত্র।(source:wikipedia) ল্যাপটপ এ USB 3.0 আছে কিনা বুঝার উপায় হল USB port এর পাশে যে চিহ্ন আছে তার পাশে দুটি SS দেখা যাবে। সাধারণত এটি ল্যাপটপের বাম পাশে থাকে। যারা Pendrive এ বড আকারের ফাইল Transfer বেশি কর তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। Core i3-7 Serise এর ল্যাপটপ গুলোতে USB 3.0 আছে।


ভাল স্পীড পেতে হলে কোন বিষয় গুলর প্র'তি লক্ষ রাখতে হবেঃ অনেকের কাছে কম্পিউটার এর অন্য নাম স্পীড। মূলতঃ যে কম্পিউটার এর স্পীড নাই তাকে আমি কম্পিউটার ও বলি না। স্পীড নির্ভর করে RAM,Processor,chipset,hard disk এই ৪ টি বিষয় এর যথাযথ সমন্বয় এর উপর। তাই ল্যাপটপ/ডেক্সটপ কেনার সময় এই বিষয় গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। এই বিষয় গুলোর প্রতি লক্ষ রেখে ল্যাপটপ কিনতে হবে সাথে পকেট এর balance এর প্রতি ও। যারা HP series নিতে চাও তাদের কে Hp probook suggest করবো(ব্যক্তিগত মতামত)। যা আমি নিজে ও ব্যবহার করি। বেশ ভাল performance পাচ্ছি।

শেষ কথাঃ সাধারণ কাজ (যারা ল্যাপটপ শুধুমাত্র গান শোনা, মুভি দেখা, অফিস কাজ করা, প্রেজেন্টেশান এর কাজ করতে চাও) এর জন্য dual core/core2 এর ল্যাপটপ নিলেই হয় যা ২২০০০-৩০০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তাই ৫০ হাজার বা ১ লক্ষ টাকার কম্পিউটারের জন্য আফসোস করা বোকামি ছাড়া আর কিছু ই নয়। কম্পিউটার থাকা না থাকার মধ্যে যতটুকু পার্থক্য, কম বা বেশি Configuration এর কম্পিউটার এর মধ্যে সে পার্থক্য নেই।

ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা।


(পোষ্টটি তে আরও কয়েকটি বিষয় এড করা হল।)

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে লিখলাম প্রিয়

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা মে, ২০২৪ বিকাল ৫:০১


ছবি : নেট

আবার ফিরে আসি তোমাতে
আমার প্রকৃতি তুমি,
যার ভাঁজে আমার বসবাস,
প্রতিটি খাঁজে আমার নিশ্বাস,
আমার কবিতা তুমি,
যাকে বারবার পড়ি,
বারবার লিখি,
বারবার সাজাই নতুন ছন্দে,
অমিল গদ্যে, হাজার... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

×