
অধিকারহীন এই ভালোবাসা শুধু বিরহের স্বাদ দেই।
ভালোবাসা সেখানে কোথায়?
এক নজর দেখার মধ্যে যে ভালোবাসা সেই অনুভূতি থেকে বঞ্চিত এক জীবন্ত আত্মা।
সারা দুনিয়ার অধিকার আর বঞ্চিত আত্মার হাহাকার!
ভালোবাসা কোথায়?
এই নগরে শুধু জিদ আর রাগের চর্চা হয়; তবে তাই হোক।
ভালোবাসা তো শুধু মুখের বুলি নয়; কাজেই তা শুদ্ধ হোক।
ভালোবাসার প্রাপ্তি হলে পুরোটাই হোক।
অন্যথায় থাকুক বিরহ নিয়ে যেমন থাকে অপ্রাপ্তির অসুখ।
ভালোবাসা ভালো থাকুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

