তারপর গুনগুন করতে করতে আবার শুরু। প্রচন্ড আবেগ নিয়ে তীব্রতায় অদ্ভুদ সুন্দর গেয়েছিলাম আমরা সেদিন, বসেই। আর গাইতে গাইতেই আমার মনে হলো এই এত সুন্দর প্রাণের গানটা আমরা কেন প্রাণহীন মুর্তির মতো দাড়িয়ে গাই? আবেগ, ভালোবাসা, সন্মান সে তো মনে, প্রাণে। তারজন্য যদি প্রাণহীন হতে হয়, তবে আবেগ ভালোবাসা যাবে কোথায়?
হ্যাঁ,এ কথাও ঠিক যে স্কুলের এসেম্বেলিতে সবাই একসাথে দাড়িয়ে গাইতে আমার অদ্ভুদ ভালো লাগতো, সবার সাথে একসাথেএকাত্ততা। বিশ্বকাপ ফুটবল খেলার মাঠে খেলোয়ারদের সমবেত জাতীয় সংগীত দেখে মনে হয় শুধুঐ সময়টুকুর জন্য হলেও একদিন আমাদের বিশ্বকাপে যেতে হবে।
কিন্তু তবু তীব্র আবেগে যদি আমি গেয়ে উঠি কখনো কোথাও, অথবা আমার পাশের বন্ধুটি গেয়ে ওঠে আমার সাথে, আমাদের কি দাড়িয়ে পড়তে হবে?
তখন প্রাণ থাকবে কি সেখানে?
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



