এখানে কিছু লেখা বা অনুভুতি শেয়ার করার জন্যই লেখা শুরু করছিলাম। কিন্তু খেয়াল করছি আলোচনা মূল বিষয় দিয়ে বারবার অন্য দিকে চলে যায়। অনেকেই মনে হয় মূল লেখা না পড়ে শুধু মন্তব্য পড়েই আবার মন্তব্য লিখে দেন।
আবাক হয়ে খেয়াল করলাম এখানে কবিতায় মন্তব্য করে খুব কম। বুঝি না, মানুষ কি কবিতা ভালোবাসে না নাকি কাকের মতো কবি আর কবিতার সংখ্যা বেশি বলে কেউ পাত্তা দেয় না। অথচ দেখি খুব সাধারন সব বিষয়ে মন্তব্য 100বা তার চেয়ে বেশি।
এখানে রেটিং এর একটা জায়গা আছে। অনেকেই সুন্দর মন্তব্য করেন। রেটিং করলে মাত্রাটা বোঝা যেত।
অনেক লেখার ভীড়ে একটা লেখা খুব দ্রুত পেছনের পৃষ্ঠায় চলে যায়। আমরা কি পেছনে ফিরে দেখি?
আরেকটা বিষয় খেয়াল করলাম, আমরা শিরনাম দেখে লেখা পড়ি। কিন্তু একটা সাধারন শিরনামের আড়ালেও সুন্দর কথা থাকতে পারে।
যাই হোক,এটি একটা ইচ্ছে মতো লেখা অথবা আঁকার খাতা। যে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। আর তাই আমার দেখা আর এ লেখায় হয়তো অনেক ভুল মূল্যায়নও হতে পারে, অতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।(ক্লোজআপহাসি) তবে মন্তব্য অবশ্যই আশা করি তীব্র ভাবেই।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৬ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



