ইজিপশিয়ান এক পৌরাণিক সারস যাকে মিশরীয়রা বলে বেনু, সুর্য দেবতা রা এর সংগী । রা এর সাথেই আসেন প্রতিটি সুর্যোদয়ে আর রায়ের সাথে অস্তমিত হন অমর পাখি বেননুর বা বেনু। এখন প্রশ্ন হলো এই অরপরূপ সুন্দর পাখিটি কি কখনো ভয়ংকর হতে পারে! হতে পারে একটি কোটিপ্রান ধ্বংসের কারন! হতেও পারে। আজও তো নিত্য নতুন কত কত রহস্যই আবিস্কার হয় আর তা অজানাই থেকে যায় আমাদের কাছে, যার সমাধান কেউ বের করতে পারে নি। তেমনি আছে বেনু।
মহাকাশের এক কোনে সুর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগত যে সংসার পেতেছে তার বাইরেও রয়েছে আরও কত শত সৌর জগত, কত মহাকাশ, সেখানে রয়েছে কত গ্রহ উপগ্রহ যার খবর আমরা জানিই না। আমাদের জানার বাইরে বিজ্ঞানীরা জেনেছে এমনি এক বহু দূর দূরান্তের অজানা মহাকাশ থেকে মিশরীয় পুরাণের অমর পাখি বেনু পৃথিবীর সাথে দেখা করতে ছুটে আসছে।
উপগ্রহ বেনু কিন্ত এর আগেরগুলোর মত ছোট খাটো না। আমেরিকার নাসার বিজ্ঞানীরা হিসেব করে দেখেছে অতিকায় এই গ্রহানুটি দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় প্রায় ৩৮১ মিটার আর আয়তনে ৫০০ মিটারের কিছুটা কম।
নাসার বিজ্ঞানীরা একে পরমানু বোমা বলে আখ্যায়িত করেছে। কারণ এই গ্রহানুটির সাথে কোনভাবে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তাহলে এ থেকে ১২ হাজার মেগাটন শক্তি নিঃসৃত হবে। পৃথিবীতে এখনও পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার চেয়েও যা ২৪ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আর যা পৃথিবীকে ধ্বংস করবে এক লহমায়। আর যদি সরাসরি ধাক্কা নাও লাগে তাহলেও সে পাশ দিয়েই যাবে আর সেটা ৭৫ লক্ষ কিলোমিটার। এই দূরত্ব থেকেও বেনু নাকি আমাদের পৃথিবীর জন্য অশনি সংকেত বয়ে আনবে।
তবে আশার কথা আমরা আমাদের জীবদ্দশায় এই প্রলয় দেখে যাবো না কারন বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, যদি ‘বেণু’র সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তা হবে ২২ শতকের শেষ দিকে বা ২৩ শতকের শুরুতে। একটি সম্ভাব্য তারিখও গণনা করে বার করা গিয়েছে। ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে। বেনুকে দেখার জন্য ততদিন কি আমরা বেচে থাকবো! তবে আমরা না থাকলেও আমাদের ভবিষ্যৎ বংশধররা থাকতে পারে আর বেনুর বিপর্যয়ে যেন তারা শেষ না হয়ে যায় এই শুভকামনাই থাকলো। অন্যান্য গ্রহাণুর মতই বেনুও যেন আমাদের এই নীল গ্রহের কোন ক্ষতি না করে দূর দুরান্ত দিয়েই চলতে চলতে এক সময় হারিয়ে যায় এই অসীম মহাবিশ্বের অন্য কোথাও, অন্য কোনখানে ।
তথ্য সুত্র নেট।
ছবি নেট, কারণ এই ছবি আমার পক্ষে তোলা সম্ভব না।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৮