
ছবিটা দু'দিন পরে, ২৫ ডিসেম্বর সকালে তুলেছি। যোগ করে দিলাম।
“6:12”
মাত্র দু'টি অক্ষরের একটি শব্দ- 'মায়া'!
এতদিন জানতাম, মানুষের জন্য মানুষের মায়া হয়। আত্মজ আত্মজা এবং নিজ রক্তের সম্পর্কীয়দের প্রতি, নিষ্পাপ শিশুর প্রতি, গুরু, শিষ্য, সতীর্থ ও সুহৃদের প্রতি, আগত ও বিদায়ী ক্ষণিকের অতিথির প্রতি, সহচরদের প্রতি, নিরীহ প্রাণীর প্রতি, নির্বাক প্রকৃতির প্রতি, বিকশিত পুষ্পের প্রতি মানুষের মায়া হয়। যতই দিন যাচ্ছে, ততই দেখছি মায়ার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। এখন নিষ্প্রাণ জড়বস্তুর প্রতিও আমার মায়া জন্মাচ্ছে। আজ সকালে ফজরের নামাযের পর কণ্ঠস্থ কিছু দোয়া দরুদ আওড়াচ্ছিলাম আর সূর্যোদয়ের অপেক্ষায় পাশে রাখা সেলফোন টিপে সময় দেখছিলাম। অস্থিরতায় কিছুক্ষণ পর পর তিনবার টিপলাম, তিনবারই সময় দেখাল 6:12। এই সময়টা কিংবা এই সময় নির্দেশক সংখ্যাগুলোর কোনটাই আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। তবুও কেন যেন এই ‘6:12’ আমার মনে গেঁথে র’লো। সূর্যোদয়ের পর আবার যখন শয্যা নিলাম, তখনো মনের পর্দায় ভাসছিল সেই ‘6:12’। বারবার মনে হচ্ছিল, আহা রে! আমার জীবনে আর কখনও সেই ক্ষণটির সেই ‘6:12’ আমার প্রতি তাকিয়ে থাকবে না!
সেলফোনটির প্রতিও খুব মায়া হলো!!!
ঢাকা
২৩ ডিসেম্বর ২০২১
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



