হে কর্মবীর,
তোমার নিরলস লেখনী করেছে এ ব্লগকে সমৃদ্ধ।
তোমার মৌলিক ভাবনা, নিরন্তর গভীর গবেষণা
ব্লগের বহু পাঠককে করেছে উদ্বেলিত ও মুগ্ধ।
আজ ‘লিখতে না পারার যন্ত্রণা’য় কি কাতর তুমি!
যেমন অব্যক্ত ব্যথায় কাতর থাকে নিষ্ফলা ভূমি।
নীরবতা আর নিষ্ক্রিয়তা আজ আচ্ছন্ন করে তোমায়
অন্য বিবিধ ভাবনাসহ ‘মহাপ্রয়াণ ভাবনা’য়!
তুমি বলেছো, তোমার লেখনি আজ ‘প্রায় অস্তাচল’,
তাই তুমি সকাতরে দিয়েছো ডাক ভালোবাসায় বিরল,
‘সামু’র বিদগ্ধ লেখককূল যেন ‘সামু’র পাতায়
‘মানবিক সমাজ’ গঠনে ব্রতী হয় অপার্থিব মায়ায়!
হে ক্লান্ত কলমযোদ্ধা,
অলস কলম নিয়ে তোমার এ যাতনা আমি বুঝি,
কারণ একই পীড়ায় পীড়িত, আমিও নিরন্তর যুঝি,
ক্ষীয়মান মনন আর নিষ্ক্রিয় কলমের জরায় ভুগি।
ঢাকা
০৩ অগাস্ট ২০২৫
(আজ সকালে ‘সামু’র উজ্জ্বল নক্ষত্র ডঃ এম এ আলী কর্তৃক "সকল সম্মানিত সামু ব্লগারদের প্রতি ডাক" শিরোনামে প্রকাশিত কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তারই ফলস্বরূপ এই বিদগ্ধ গবেষক, লেখক ও কবি'র প্রতি আমার এ তাৎক্ষণিক, যৎসামান্য নিবেদন।)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



