প্রতিবছর ভর্তি পরীার শুরুতে শুরু হয় বিড়ম্বনা। রাজধানীর নামকরা স্কুলগুলোর ফরম সংগ্রহ করতে গিয়ে নাকাল হতে হয় অভিভাবকদের। কিন্তু এমন নাকাল আর কতদিন হতে হবে। এ থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় কী নেই? শনিবার রাজধানীর নামকরা শিা প্রতিষ্ঠান ভিকারুন-নিসা নুন স্কুলের ফরম সংগ্রহ করতে গিয়ে আবারো নাকাল হয়েছেন অভিভাবকরা। রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুন-নিসা নুন স্কুলের আগামী শিাবর্ষের বাংলা মিডিয়ামের ভর্তি ফরম সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাকি ও ভিড়ের চাপে পদপিষ্ঠ হয়ে পাঁচজন অভিভাবিকা আহত হয়েছেন। শনিবার থেকে এ ফরম বিতরণ শুরু হয়েছে। প্রচণ্ড ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে সেখানকার পরিবেশ ছিল দুর্বিষহ। স্কুল সুত্র জানায়, স্কুলের বেইলি রোডের মুল শাখায় সকাল 9টা থেকে ফরম বিক্রি শুরু হয়। এর আগেই ভোর থেকে অভিভাবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপো করছিলেন। ফরম বিতরণের জন্য সকাল 9টায় স্কুলের গেট খোলার সঙ্গে সঙ্গে অভিভাবকরা হুড়মুড় করে ঢুকে পড়েন। এ সময় ভিড়ের চাপে বেশ কয়েকজন অভিভাবিকা মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ঠ হন। এ ঘটনায় পাঁচজন আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। স্কুলের অধ্য বেগম রোয়েনা হোসেন গত রাতে সমকালকে জানান, কেউ পদপিষ্ঠ হননি। প্রচণ্ড ভিড়ের কারণে কয়েকজন অভিভাবিকা অসুস্থ্থবোধ করেছেন মাত্র। পরে স্কুলের জুনিয়র শাখায় আরো নতুন দুটি বুথ খুলে ফরম বিতরণ করা হয়। অধ্য জানান, অহেতুক একই দিনে অভিভাবকদের সবার ভিড় করার কোনো কারণ নেই। আমরা ছয়দিন ধরে ফরম বিতরণ করব। প্রয়োজনে সময় আরো বাড়ানো হবে। উল্নেখ্য, আগামী 16 নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। প্রতিটি ফরমের মুল্য 200 টাকা। রাতে রমনা থানার ডিউটি অফিসার এসআই মাসুম জানান, ভিকারুননিসা স্কুলে ফরম বিতরণ চলার সময় এক অভিভাবিকার মোবাইল চুরি হয়। চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রমনা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।
স্কুল সুত্র জানিয়েছে, বেইলি রোডের মুল শাখাসহ স্কুলের ধানমণ্ডি, বসুন্ধারা ও আজিমপুর শাখায় এ বছর আটটি শিফটে মোট 1 হাজার 260 জন শিার্থী ভর্তি করা হবে। মুল শাখায় মোট 9টি সেকশন রয়েছে। এর মধ্যে 5টি মর্নিং শিফট এবং বাকি 4টি ডে শিফট। এবার এ 9টি শাখায় মোট 600 ছাত্রী ভর্তি করা হবে। স্কুলের আজিমপুর ও বসুন্ধারা শাখায় 250 জন করে 500 জন ছাত্রী ভর্তি করা হবে। এছাড়া ধানমণ্ডি শাখায় 160 জনকে ভর্তি করা হবে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলা মিডিয়ামের ভর্তি পরীা অনুষ্ঠিত হবে। এদিকে আজ ইংলিশ মিডিয়াম শাখার ভর্তি পরীার সময় সুচি স্কুলের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হবে। গত 3 ও 4 নভেম্ব্বর ইংলিশ মিডিয়ামের ভর্তি ফরম ছাড়া হয়েছিল। এ বছর স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত প্রতিটি শ্রেণীতে সর্বমোট 65টি করে আসন এবং স্ট্যান্ডার্ড সিঙ্ ে70টি শূন্য আসন রয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য স্কুলেও শিগগিরই ফরম বিতরণ শুরু হবে। মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম বিতরণের বিষয়ে আজ গভর্নিং বডির সভা বসবে বলে জানা গেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০