গত দুই সপ্তাহ ধরে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে স্ক্যাম। বাংলাদেশের বেশির ভাগ ব্যবহারকারীর অ্যাকাউন্টেও এ স্ক্যাম আক্রমণ করেছে। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের ওয়ালে ছড়িয়ে পড়ছে পর্নো ভিডিও। এসব ভিডিওতে ক্লিক করলেই বিপদে পড়ছেন ব্যবহারকারীরা, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এরপর ওই অ্যাকাউন্ট থেকে ফেইসবুক বন্ধুদের ওয়ালে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিডিওর লিংকগুলো। নিজের অ্যাকাউন্ট থেকে বন্ধুদের ওয়ালে এ ধরনের স্ক্যাম লিংক শেয়ার হওয়ায় ভুল বোঝাবুঝির মতো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
'ইয়াহ!!! ইটস হ্যাপেনস অন লাইভ টেলিভিশন' শিরোনামের একটি পর্নো ছবি এবং 'গার্ল কিল্ড হারসেলফ আফটার হার ড্যাড পোস্টেড এ সিক্রেট অব হার অন হিয়ার এফবি ওয়াল' শিরোনামে এক বালিকার মৃতদেহের ছবি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এগুলোর শিরোনাম আকৃষ্ট করছে ব্যবহারকারীকে। এরপর তারা না বুঝেই লিংকে ক্লিক করছেন, ভিডিওটি দেখার জন্য না বুঝেই নিজের ফেইসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছেন হ্যাকারদের হাতে।
এ স্ক্যাম থেকে রক্ষা পেতে এ ধরনের ভিডিও লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যাঁরা এরই মধ্যে স্ক্যামের শিকার হয়েছেন, তাঁরা অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনীয় ও অবিশ্বস্ত অ্যাপ্লিকেশনগুলো মুছে ফেলুন। অপ্রয়োজনীয় ইভেন্ট, ফ্যানপেইজ এবং ব্রাউজার এঙ্টেনশনগুলোও মুছে ফেললে উপকার পাওয়া যাবে। নিজের ফেইসবুক ওয়াল থেকেও স্ক্যাম লিংকটি মুছে ফেলতে হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



