অদ্ভুত এই দেশটা এখানে,সপ্ন এখন সস্থা।
সানি লিওনের কনসাট চলে,
গরীবের দুরবস্থা।
উন্ননের লিস্টি হাতে মুচকি হাসি নেতার
খোজ নিয়ে দেখ সুইস ব্যাংকে,
কত টাকা পড়ে আছে তার।
ভেদাভেদ আছে বিচ্ছেদ ফলে
অন্যায় কারী হয়না এখানে
আস্থা কুড়ে নিক্ষেপ আজ
ফাঁদ পেতে আছে হায়েনা।
কিশোরী মেয়েটা নিরাপদে আর
বাইরে বেরোতে পারে না।
নিরাপত্তার ফাকা বুলিতে
জনগণ দিক ভ্রান্ত।
মিথ্যার পিছে ছুটতে ছুটতে
আমরা ছ্রান্ত ক্লান্ত।
আছে প্রশ্ন,নেই উত্তর
আজ পড়তে গিয়ে আমার ছেলেটা
কেন প্রিয় হলো মৃত্যুর।
কেন টিজিং এর ভয়ে আমার মেয়েটা
কলেজে যেতে পারেনা।
এত কিছু দেখে,ভোট ব্যপারিরা
তবুও কী কিছু দেখে না।
নিশ্চুপ আজ আমরা,কারন
শব্দ এদেশে দামি।
নীরবতা দিয়ে করছি কিছু
জোকারের গোলামি।
যখন হাতে জরাবে তোমার
আপন জনের রক্ত তখন
দেখব তুমি কতটা
ভোট জোকারের ভক্ত।
শিক্ষিত হয়েও কিছু,
মূর্খের সেবা করছি।
তাদের কথায় উঠছি বসছি,
তাদের কথায় নড়ছি।
কবে পাব শক্তি,
ভেঙ্গে
বের হবো দাসের বৃত্ত।
বীরত্ব হবে সেটায় যখন
রবোনা ওদের ভৃত্য।
সব দেখছি,নেই ভ্রুক্ষেপ
যখন তোমার বাবাও
লাশ হয়ে যাবে
কি হবে করে আক্ষেপ? আজ
সময় থাকতে জেগে ওঠো জাতি
পতাকা তোমাকে ডাকছে।
দেশের মুক্তি ভবিষ্যত ও
তোমার হাতেই থাকছে।
আছে প্রশ্ন,নেই উত্তর
আজ পড়তে গিয়ে আমার ছেলেটা
কেন প্রিয় হলো মৃত্যুর।কেন
আমার মেয়েটা ভয় পেয়ে আজ
কলেজে যেতে পারেনা।
এত কিছু দেখে,ভোট ব্যপারিরা
তবুও কী কিছু দেখে না।
অদ্ভুত এই দেশটা এখানে,
সপ্ন এখন সস্থা।
সানি লিওনের কনসাট চলে,
গরীবের দুরবস্থা।
পনেরো হাজারে টিকিট বিকোবে,
হবে উদ্দাম নৃত্য যে দেশে,
দেড়শ টাকার ওষুধ অভাবে
কত শত হয় মৃত্যু।
ভেদাভেদ আছে বিচ্ছেদ ফলে
অন্যায় কারী হয়না এখানে
আস্থা কুড়ে নিক্ষেপ আজ
মূর্খের সেবা করছি।
তাদের কথায় উঠছি বসছি,
তাদের কথায় নড়ছি।
সময় থাকতে জেগে ওঠো জাতি
পতাকা তোমাকে ডাকছে।
দেশের মুক্তি ভবিষ্যত ও
তোমার হাতেই থাকছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



