দুইটা ছোট পুটিমাছ একটি পুকুরে বাস করত।একদিন ওই পুকুরে একজন অবিবাহিতা আরেকজন বিবাহিতা মহিলা একসাথে গোসল করতে নামলেন।তখন পুটিমাছ দুইটা সাতার কাটতে কাটতে দুইটা অন্ধকার গুহা
প্রথমজন বল্লো:আমি সাতার কাটতে কাটতে এক অন্ধকার গুহা দেখে তার ভেতরে ঢুকে গেছিলাম।তারপর অনেক বার বের অন্ধকার থেকে বের হওয়ার চেস্টা করলাম কিন্তু পারলাম না।শেষে ওইখানেই ঘুমিয়ে পরলাম আর সকালে আলো দেখে বের হয়ে এলাম।তোর খবর কি?তকন দ্বিতীয়জন বল্লো:আমি খুব বিপদ থেকে বেচে গিয়েছি রে।কেন কি হয়েছে?আমিও তোর মতো সাতার কাটতে কাটতে একটা অন্ধকার ঘরের মতো দেখে ঢুকে পড়েছিলাম।তারপর অনেকবার বের হওয়ার চেস্টা করেছিলাম কিন্তু পারছিলাম না।পরে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছিলাম।তারপর ঘটলো অবাক ঘটনা।আমি ঘোত ঘোত শব্দ শুনে জেগে উঠলাম।দেখি একটা বোয়ালমাছ
তারপর?
এভাবে সারারাত ও আমাকে ধরার চেস্টা করলো।
তারপর?
তারপর ও আমাকে ধরতে না পেরে ছাগলটা আমার শরীরে বমি করে দিলো
তারপর আর আমার কিছু মনে নাই।
সকালে দিনের আলো দেখে আমি গুহা থেকে বের হয়ে তোর দেখা পেলাম।
দোস্ত আর কোন গুহা দেখে সামনে যাব নারে আমার শিক্ষা হয়ে গেছে।
হা দোস্ত বড় বাচা বেচে গেছি আমরা দুই জনে।
(রস কমাইয়া লিখলাম নাহলে রসময় গুপ্ত হয়ে যাবার সম্ভাবনা আছৈ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




