আমার গবেষনালব্ধ ফলাফল
১.তুমি আমাকে আর আগের মতো ভালোবাসোনা (এটা বোধহয় সবচেয়ে কমন)।
২.আমি টাকা চাইলেই তোমার সমস্যা আর অন্যদের দিতে তোমার কোন সমস্যা হয় না।
৩.আমিও তোমার মতো সমান অধিকার চাই (এটা বর্তমানের)।
৪.আমি খারাপ হইছি তোমার কারনে।
৫.তোমার ভাগ্য ভালো আমার মতো মেয়ে পাইছো।
৬.আমি দেইখা তোমার সংসার কইরা গেলাম
৭.এত মাছ,শাক-সব্জী/বাজার করছো কেন,এগুলো কে কাটবে বসে বসে?
আর মনে আসতেছে না।
আপনাদের মনে আসলে বলতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




