somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একই শব্দের বিভিন্ন অথে প্রয়োগ

১২ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০.মাথা
মাথা-প্রধান=করিম সাহেব গাঁয়ের মাথা
মাধা-বুদ্ধি=অঙ্কে তার বেশ মাথা আছে
মাথা ঠেকান-প্রণাম করা=ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
মাথা আসা-বোধগম্য হওয়া=অঙ্কটি আমার মাথায় আসছেনা
মাথা কাটা যাওয়া-লজ্জা পাওয়া=লজ্জায় আমার মাথা কাটা গেল
মাথা খাওয়া-নষ্ট করা=আদর করে ছেলেটির মাথা খেয়েছ
মাথা পাতা-সম্মত হওয়া=অবশেষে জহির কাজটি করতে সম্মত হল
মাথা দেওয়া-সাহায্য দেওয়া=প্রকৃত বন্ধুরাই বিপদে-আপদে মাথা দেয়।
চোখের মাথা খাওয়া-অন্ধ হওয়া=চোখে মাথা খেয়েছ নাকি ?
মাথা গরম করা-চটে যাওয়া-অল্পতেই সে মাথা গরম করে সমস্যার সৃষ্টি করে।
---
১.মুখ
মুখ রাখা-সম্মান রাখা=ছেলেটি পরীক্ষায় পাস করে পিতার মুখ রাখল
মুখ উজ্জল করা-গৌরব বাড়ানো=বড় হলে ছেলেটি বংশের মুখ উজ্জল করবে
মুখ চাওয়া-নির্ভর করা=আমার মুখ চেয়ে বসে থেকে লাভ নেই, তোমার কাজ তুমি করে যাও
মুখ চুর্ণ হওয়া-লজ্জা পাওয়া=ছেলেটির ব্যবহারে বাবার মুখ চুর্ণ হয়ে গেল
মুখ ভার হওয়া-রাগ করা=মায়ের বুকুনী খেয়ে মেয়ের মুখ ভার হয়েগেল
মুখ করা-তর্ক করা=গুরুজনের মুখে মুখ করা ঠিক নয়
মুখ তোলা-প্রসন্ন হওয়া=মুখ তুলে কথা বলতে এসে না
মুখ চুন হওযা-লজ্জা পাওয়া=ছেলে ব্যবহারের মায়ের মুখ চুন হয়ে গেল
মুখবদ্ধ-ভূমিকা=মুখবদ্ধে বইয়ের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায়
---
২.হাত
হাত টান-চুরির অভ্যাস=সাবধান, ছেলেটির হাত টান আছে
হাত থাকা-প্রভাব=এ ব্যাপারে আমার কোন হাত নেই
হাত দেয়া-কাজে লাগানো=আমি আরও তিন দিন কাজে হাত দিতে পারব না
হাতপাতা-সাহায্য চাওয়া=না খেয়ে থাকব, তবু অন্যের নিকট হাত পাততে পারব না
হাত যশ-সুনাম-ডাক্তার হিসেবে তার বেশ হাত যশ আছে
হাত করা-বশীভূত করা=সে মন্ত্রীকে হাত করেছে
হাতে পাওয়া-আয়ত্তে পাওয়া=অনেকদিন পরে তাকে হাতে পেয়েছি
হাত তোলা-প্রহার করা=গায়ে হাত তুলল না বেপারী
হাতে খড়ি হওয়া-প্রাথমিক শিক্ষা=মায়ের হাতে আমার হাতে খড়ি হয়েছিল
---
৩.চোখ
চোখ ফোটা-প্রকৃত জ্ঞান হওয়া=এ ব্যাপারে তার চোখ ফোটেনি
চোখ রাখা-দৃষ্টি রাখা=মেয়েটির প্রতি চোখ রেখো
চোখ খোলা-বোধ হওয়া=তার কথা শুনে আমার চোখ খুলে গেল
চোখে ধুলে দেওয়া-ঠকানো=পরের চোখে ধুলো দিয়ে আর কতদিন
চোখের দেখা-দর্শন=তোমার যে চোখের দেখা নাই
---
৪.মন
মন পড়া-পছন্দ হওয়া=নতুন জামাটিতে তার মন পড়েছে
মনে পড়া-স্মরণে আসা=কবিতার লাইনটি মনে পড়েছে
মনে লাগা-পছন্দ হওয়া=কলমটি আমার মনে লেগেছে
মনে থাকা-স্মৃতি=এখন আর সবকিছু মনে থাকে না
মন টানা-আকৃষ্ট হওয়া-তোমার কথায় মন টানে
---
৫.বুক
বুক বাঁধা-মন দৃঢ় করা=পিতৃহীন ছেলেটি বুক বেঁধে জীবন সংগ্রামে নেমেছে
বুকের পাটা-সাহস=বিড়াল দেখলে যে ভয় পায়, তার আবার বুকের পাটা।
বুক ফুলা-গর্ব করা=ছেলেটি পরীক্ষায় পাশ বাবার বুক ফুলে গেল
বুক লাগান-সাহায্য করা-প্রকৃত মানুষ পরের জন্য বুক পাততে পারে।
৯:০২ চগ ৩/৯/২০১১
---
৬.পা
পা বাড়ানো-অগ্রসর হওয়া=পা বাড়িয়ে চললে সাফল্য আসবে-ই
পা চালান-দ্রুত বেগে চলন=সময় কম থাকায় সে পা চালিয়ে চলে গেল
পায়ে রাখা-আশ্রয় দেওয়া=এ রাতের জন্য সে তাকে পায়ে রাখল
পায়ে পড়া-ক্ষমা চাওয়া=কৃত অপরাধের জন্য ছেলেটি শিক্ষকের পায়ে পড়ল
---
৭.কড়া
কড়া-কঠোর=তার কড়া কথায় কাজ হল না
কড়া-মেজাজি=বড় কর্তা কড়া লোক
কড়া-সতর্ক=বাড়িতে জড়া পহারা দিতে হচ্ছে
কড়া-পাকা=কাপড়ের রঙ কড়া
কড়া-উগ্র=কড়া মেজাজ অসহনীয়
---
৮.গরম
গরম-মূল্য বৃুদ্ধ-এখন বাজার গরম
গরম-অহঙ্কার=তার টাকার খুব গরম
গরম-কড়া=পাওয়া টাকা পাওয়ার জন্য মহাজন গরম কথা বলতে ছাড়ে না
গরম-উত্তাপ=জ্বরে গা গরম হয়েছে
গরম-গ্রীষ্মকাল=গরমকালে অনেক ফল পাওয়া যায়
---
৯.ছাড়া
আশা ছাড়া-ত্যাগ করা=চাকরির আশা ছেড়ে দিয়েছি দেশের যা অবস্থা
চাকরি ছাড়া-ত্যাগ করা=কাশেম চাকরি ছেড়ে দিয়েছে
হাল ছাড়া-নিরাশ হওয়া=কাজটি আমার হাত ছাড়া হয়ে গেল
ছেড়ে দেওয়া-মুক্ত করা=জামিলকে জেল থেকে চেড়ে দেওয়া হয়েছে
---
১০.গা
গা করা-গ্রাহ্য করা-এত মিনতিতেও সে গা করল না
গা ঢাকা দেওয়া-পালিয়ে যাওয়া=পুলিশ দেখে চোর অন্ধকারে গা ঢাকা দিল
গায়ে হাত তোলা-প্রহার করা=গুরুজনের গায়ে হাত তোলা অপরাধ
গায়ে কাঁটা দেওয়া-শরীর শিহরিয়া উঠা=ভয়ে আমার শরীর কাঁটা দিল
গায়ে মাখা-গ্রাহ্য করা=ছেলেটি বড় বেহায়া যত কিছু বল গায়ে মাখবে না
---
১১.তোলা
গুজব তোলা-রটনা=তার বিরুদ্ধে মিথ্যা গুজব তোলা হল
পটল তোলা-মারা যাওয়া=অসুস্থ লোকটি পটল তুলল
হাত তোলা-প্রহার করা=অযথাই তার গায়ে হাত তোলা হল
জাতে তোলা-সমাজে স্থান করা-প্রায়শ্চিত্ত করে তাকে জাতে উঠতে হয়েছে
ফসল তোলা-গোলাজাত তোলা=কৃষক তার মাঠের ফসল তুলছে
কথা তোলা-প্রসঙ্গ উত্থাপন=বড় সাহেবের কাছে তার কথা তোলা হয়েছে
---
১২.উঠা
জ্বলে উঠা-ক্রুদ্ধ হওয়া= তার বিরুদ্ধে মিথ্যা কথা শুনে সে জ্বলে উঠেছে
কানে উঠা-শুনতে পাওয়া=কথাটা বড় সাহেবের কানে উঠেছে
মন উঠা-সন্তুষ্ট= অল্পতেই তার মন উঠে
রং উঠা-বিবর্ণ হওয়া=কাপড়টার কাঁচা রঙ উঠে গেঠে
রব উঠা-গুজব=জামিলের বিরুদ্ধে মিথ্যা মামলার রব উঠেছে
---
১৩.লাগা
পিছু লাগা-শএুতা করা-সে আমার পিছু লেগেছে কেন বুঝতে পারছি না
নজর লাগা-কুছটি লাগা-রমেশবাবুর বাড়ির প্রতি চোরের নজর লেগেছে
ঘাটে লাগা-বিড়াল=এ ঘাটে জাহাজ লাগে না
কাজে লাগা-শুরু করা-কাজে না লাগলে আর এটা এ বছর শেষ করা যাবে না
মন লাগা-মনোযোগ দেওয়া=পড়াশুনায় মন লাগাও
---
১৪.মন
মন উঠা-সন্তুষ্ট থাকা=মেয়ে জামাইকে যত দাও , কিছুতেই তাদের মন উঠবে না
মন পাওয়া-ভালবাসা লাভ করা=পরের মন পাওয়া কঠিন ব্যাপার
মনের মিল-সদ্ভার-তোমার আমার মনের মিল আছে বলেই এমন কঠিন কাজও সমাধান হয়ে গেল
মন কষাকষি-মনোমালিন্য-পৈএিক সম্পত্তি নিয়ে দু’ভাইয়ে মন কষাকষি চলছে
মন লাগা-মনোযোগ দেয়া=মন লাগিয়ে কাজ কর
---
১৫.পা
পায়ে ধরা-তোষামোদ করা-আমি তোমার পায়ে ধরি, এ যাএা আমায় রক্ষা করো
পায়ে ঠেলা-অবজ্ঞা করা=হাতের লক্ষী পায়ে ঠেল না
পায়ে পড়া-অনুনয় বিনয় করা=আমি তোমার দু’টো পায়ে পড়ি , কাজটি আমার করে দাও না
পায়ে তলে দেয়অ-নতি স্বীকার করা-বড় বাবুর পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেয়ে গেল
পা চাটা-চাটুকার-জমিদার সাহেবের পা চাটা লোক তুমি, তাই সব কিছু সয়ে নাও
--------------------
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঘরে ফেরার টান

লিখেছেন স্প্যানকড, ৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১

ছবি নেট।

তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।

তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।

তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।

তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা... ...বাকিটুকু পড়ুন

বজলুল হুদাকে জবাই করে হাসিনা : কর্নেল (অব.) এম এ হক

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৯

মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা জবাই করেছিলেন।

(ছবি ডিলিট করা হলো)

শেখ মুজিবকে হত্যার অপরাধে ২৮শে জানুয়ারী ২০১০ এ মেজর (অব.) বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত... ...বাকিটুকু পড়ুন

মি. চুপ্পুর পক্ষ নিয়েছে বিএনপি-জামাত; কারণ কী?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬


বিএনপি গত ১৬ বছর আম্লিগের এগুচ্ছ কেশও ছিড়তে পারেনি অথচ যখন ছাত্ররা গণহত্যাকারীদের হটিয়েছে তখন কেন বিএনপি চু্প্পুর পক্ষ নিচ্ছে? অনেকেই বলছে সাংবিধানিক শুন্যতা সৃষ্টি হবে তার সংগে বিএনপিও... ...বাকিটুকু পড়ুন

ব্লগারেরা প্রেসিডেন্ট চুপ্পুমিয়াকে চান না, কিন্তু বিএনপি কেন চায়?

লিখেছেন সোনাগাজী, ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪



**** এখন থেকে ১৯ মিনিট পরে (বৃহ: রাত ১২'টায় ) আমার সেমিব্যান তুলে নেয়া হবে; সামুটিককে ধন্যবাদ। ****

***** আমাকে সেমিব্যান থেকে "জেনারেল" করা... ...বাকিটুকু পড়ুন

ফিকাহের পরিবর্তে আল্লাহর হাদিসও মানা যায় না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪




সূরা: ৪ নিসা, ৮৭ নং আয়াতের অনুবাদ-
৮৭। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন, তাতে কোন সন্দেহ নাই। হাদিসে কে আল্লাহ থেকে বেশী... ...বাকিটুকু পড়ুন

×