এই তো সেইদিন তারিখ-টা হলো ১৪-০৩-২০১১
আমি ঢাকা কমার্স কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের একজন ছাএ
তো আমাদের নবীন বরণ অনুষ্ঠান হল ১৪-০৩-২০১১ তারিখে তো সারাদিন
নবীন বরণ শেষ হওয়া পযর্ন্ত কলেজেই ছিলাম, দুপুর ৩ টার সময়ে নবীন বরণ
শুরু হল , শেষ হল ৫ টার দিকে । সেই দিন আবার বাংলাদেশ-হল্যান্ড এর খেলা
ছিল , দেখতে পারি নাই
নিয়ে বাসায় আসব(কলেজ ড্রেসে বাটার জুতা অন্তভূর্ক্ত) তো আমাদের সবাই-কে একটা
করে খাবারের পেকেট দিল তো আমি ওটা জুতার বেগে করে নিয়ে নিলাম কারণ হাতে
অনেক কিছু । এখন কলেজ গেটের বাইরে গেলাম , একটু দূরে জেতেই একটা মেয়ে ছোট
ও আমাকে বলল, এই যে ভাই বাকস্ টা দেন না, আমি প্রথমে বুঝি নি যে ও কোন বাকস-টার
কথা বলছে ৫-৬ সেকেন্ড পরে জুতার বাকস্ টা ধরে টানা-টানি করছে আমি ভাবলাম
জুতার বাকস্ টা চাচ্ছে , তো ও জুতার বাকস্ দিয়ে কি করবে !
তারপর আবার বলল একটু পরে বুঝতে পারলাম ও খাবারের পেকেট টা চাইছে, তারপর আমি
ওটা মেয়েটাকে দিয়ে দিলাম ।তো মেয়েকে খাবারের পেকেট টা দিতে পেরে খুব ভালই লাগছিল
শিরোনামহীন ব্যান্ড এর ঔ গান-টা মনে পড়ে গেল , “ চিঠি পৌছে যাবে শহর জোড়া....চিঠি
পৌছে যাবে সবুজ গ্রামে... চিঠি পৌছে যাবে মিছিলে মিছিলে আসছে খবর হবে ক্ষিদের অবসান...
অন্ধ দারিদ্রের চির ঠিকানায় চলে যাক চিঠি সবুজ ভরসায় ।”
-----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




