
২০১২-১৩ পর্যন্ত বাংলাদেশের গার্মেন্টসে ধুমাইয়া "পুমার" কাজ হতো। জ্বি! হ্যাঁ! PUMA। জার্মানির বহুজাতিক ক্লথিং এন্ড ফুট ওয়্যার কোম্পানি। ভাইয়া গার্মেন্টসে ভিজিটে প্রায় সময় আমার জন্য "পুমার" কিছু হুডি, টিশার্ট নিয়ে আসতো! আহ! কি কোয়ালিটি! কি সেলাই! পুমা তখন জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, ইতালি ন্যাশনাল টিমের স্পন্সর। দলগুলোর যাবতীয় ক্লথিং, জার্সি বাংলাদেশে তৈরি করা হতো। ২০১২ তাজরিন গার্মেন্টসে আগুন পরবর্তীতে দেশে অবরোধ, অগ্নি সন্ত্রাস এবং গার্মেন্টসে শিপমেন্টে অস্থিরতায় ধীরে ধীরে পুমা বাংলাদেশে ওয়ার্ডারের পরিমান কমিয়ে দেয়। সর্বশেষ গার্মেন্টসে শ্রমিকের কম বেতন, কাজের পরিবেশ, লাইফস্টাইল নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশ থেকে উৎপাদন সরিয়ে ভারত এবং ভিয়েতনামে চলে যায়।
গত এক দশকে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পোশাকশিল্প ও বড় ব্যাবসায়ী প্রতিষ্ঠান ফ্যাক্টরি গুলো। গতকাল চট্টগ্রামে সম্ভবত একটি গার্মেন্টসে আজকে ঢাকায় এয়ারপোর্টে কার্গো ডিপোতে আগুন! পুরো শাহজালাল বিমানবন্দর টেক অফ এন্ড ল্যান্ডিং শার্ট ডাউন আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময়ের কারনে; সিলেট এন্ড চট্টগ্রামের বিমান বন্দর নট আপ টু দ্যা মার্ক ইন্টারন্যাশনাল ম্যাসিভ ফ্লাইট হেন্ড্রেল করার জন্যে। ইহা মোটামোটি ৪৫০ বিলিয়ন জিডিপির ১৮ কোটি মানুষের দেশের অবকাঠামোর অবস্থা! ফায়ার সার্ভিস গাড়ি, প্রযুক্তির করুন অবস্থা পর্যাপ্ত ফায়ার ফাইটার পর্যাপ্ত ট্রেনিং অভাবে এই ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি হচ্ছে.....
ঢাকা একটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অপরিকল্পিত নগর+ রাজুক অর্থের বিনিময়ে যততত্র হাউজিং ও বিল্ডিং অনুমোদনে; ঢাকাতে ৬.৫ থেকে ৭ মাত্রার ভূমিকম্পের চিত্র হবে বিভৎস। ফায়ার সার্ভিসের সেই সক্ষমতা বা প্রযুক্তি তো দুরের কথা ঢাকার কিছু এলাকায় উদ্ধারের গাড়ি পর্যন্ত নিয়ে প্রবেশ করতে পারবে না। ঘনবসতিপূর্ণ এই ঢাকায় কয়েক লাখ মানুষ হয়তো মারা যাবে উদ্ধার কাজ প্রাথমিক সাপোর্টের অভাবে! কি আশ্চর্য বিষয়ের, জনগণের মৌলিক চাহিদা চিকিৎসা, শিক্ষার মতো বিষয়গুলো এড়িয়ে এই সরকার ও ব্যস্ত ফাইটার জেট ক্রয় করায়! এই যেন ঠিক "বেড়ার ঘরে হাই কমোডে হাগার মতো"...দেশের সরকারি হাসপাতাল গুলোর বেহাল দশা, সরকারী স্কুল পড়াশোনা মান, ফায়ার সার্ভিসগুলো জরাজীর্ণ অবস্থায, সেগুলো সংস্কার বা আধুনিকায়ন না করে; ওনারা ব্যস্ত যুদ্ধবিমান ক্রয়ে? ইউরোফাইটার দিয়ে "গাজওয়াতুল হিন্দ" ভারত দখল করা হবে মনে হয়! তবে আশার খবর, "কোন রকম তদন্তের পুর্বেই এনসিপির সারজিস আলম গোয়েন্দা প্রধানের সাথে বৈঠকের করে নিশ্চিত করেছেন ইহা দেশে চলমান অগ্নিসংযোগ পলাতক আওয়ামীলীগের নাশকতা".......
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


