২০১২-১৩ থেকে কয়েক বছর পর্যন্ত এদেশে ছিল ডিএসএলআর যুগ। মানে একটি ভালো মানের ক্যামেরা থাকা মানে ছিল সোস্যাইটি বা বন্ধু মহলে ছিল সম্মান, মর্যাদা, আর অহংকারের প্রতিক। সোস্যাল মিডিয়ার উত্থানের সাথে সাথে সুন্দর সুন্দর ছবি পোষ্ট করা মানে ছিল ইয়ং জেনারেশনদের মধ্যে একটি ক্রেজ। ঢাকা শহরের যে কোন পার্কে গেলেই দেখা যেত ক্যামেরা হাতে ফটোশুট; ফটোশুট অবশ্য এখনো হয় তবে সেটা আর আগের মতো না। মোবাইলের ক্যামেরা উন্নত ও আধুনিক হওয়ার সাথে সাথে ধীরে ধীরে ক্যামেরার জনপ্রিয়তা হ্রাস পায়। এখনকার আইফোন, স্যামসাং সহ যে কোন ফ্ল্যাগশিপ ফোনের ছবি তখনকার সময়ের যে কোন ক্যামেরার থেকে ভালো....
জেনারেশন ক্রেজ দেখে আমি ও সেই সময় নাইকনের একটি ক্যামেরা কিনে ফেলি; সাথে একটি কিট আর একটি ৫০ এম এম লেন্স। যদি ও অতোটা ছবি তুলতাম না তারপর ও বন্ধু-বান্ধবদের সাথে গ্রুপ করে বের হতাম ছবির তোলার জন্যে। ফ্রেমিং, অ্যাপাচার, আইএসও সহ অন্যান্য খুঁটি নাটি বিষয় গুলো শিখতে। যাক আর বেশি কথা বলে কাজ নেই; আজকের ব্লগটি ক্যামেরায় কিছু তোলা পুরানো ছবি দিয়ে সাজিয়েছি।











শখের ক্যামেরাটি এখন পুরাতন হয়ে গেছে; আগের মতো পারফর্ম করতে পারে না। তারপর ও যত্ন সহকারে রেখে দিয়েছি। হাজারো স্মৃতি আর সুখ-দু:খের প্রতিচ্ছবি তার চোখে ক্যাপচার করা......
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


