-শীতের সকাল মানেই লেপ বা কম্বলের উষ্ণতায় নিজেকে আরেকটু বেশি সময় ধরে রাখা। এমন আরাম রেখে কে-ই বা উঠতে চায়?
এখন সকাল ৯টা বেজে ৩৫ মিনিট হঠাৎ ঘুম ভেঙেছে কিছু নাম না জানা পাখির ডাকে।
আমার পোষা বিড়ালটাও লেপের উষ্ণতা পেয়ে মুড়িয়ে শুয়ে আছে।
শীতের দিনে বিছানা থেকে দেরি করে উঠলে মনে পড়ে শৈশবের শীতের সকালের কথা ।
পশ্চিম দিক থেকে যখন মুয়াজ্জিনের ললিত কণ্ঠে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি,
নিজের ঘুম মনে হয় লেপের উষ্ণতা পেয়ে আরো চেপে ধরত। সবার আগে আমার আব্বা উঠে ওযু করে তাহাজ্জুত পড়ে সবাইকে একে'একে
ডাক দিত। সবাই উঠে গেল আমার দরজার সামনে গিয়ে আস্তে আস্তে আদর মাখা সুরে বলত "বাবা নামাজ পড়তে উঠ"
আজ সহস্র দিন পেড়িয়ে হাজার দিন হল বাবার কথা শুনি না।
সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন আম্মার বকনি শুনতে হতো।
কেন ফযর নামাজ পড়তে উঠিনি,কেন আমি এত আলসে ইত্যাদি।
মুখ-হাত ধুয়ে দেখতাম কুয়াশা ঢাকা বাড়ির উঠোনের একপ্রান্তে রান্নাঘরে গনগনে জলন্ত উনুনে মা বসে শীতের পিঠা বানাচ্ছে ... ।
আমি চাদর মুড়িয়ে যবুথুবু হয়ে মায়ের পাশে বসে গরম গরম শীতের পিঠা খেতে বসে পরতাম।
কিছুক্ষন উনুনের পাশে বসে সবাই মিলে আড্ডায় মেতে থাকতাম । যখন ৯ টা বেজে যেত চারদিকে সকালের রোদের আলোকচ্ছটা নানা রঙে রাঙিয়ে দিত। আমরা সূর্যের উত্তাপ নিতে বের হয়ে উঠোনের মাঝখানে চেয়ার নিয়ে বসতাম।
শৈশবের শীতের সকাল এখন শুধুই স্মৃতি।

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




