somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট দিতে আসুন, সাথে কেনাকাটাও সেরে নিন

২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। আলাদা ব্যালটে মাত্র চারটি ছোট পয়েন্ট থাকবে যেখানে ভোটাররা 'হ্যাঁ' অথবা 'না' ভোট দেবেন। কিন্তু এই চারটি পয়েন্টের পেছনে লুকিয়ে আছে ৮৪টি সংস্কার প্রস্তাবনা যা বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ বদলে দিতে পারে।

বর্তমান সংবিধানে শুধু বাংলা ভাষার স্বীকৃতি আছে এবং আমরা বাঙালি জাতি হিসেবে পরিচিত। জুলাই সনদে সব মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হবে এবং নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। সংবিধানের মূলনীতি বর্তমানে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। নতুন ব্যবস্থায় তা হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। মৌলিক অধিকারে যুক্ত হচ্ছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার অধিকার।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এখন সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান বদলানো যায়। জুলাই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উভয় কক্ষের অনুমোদন এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরিবর্তনে গণভোটের বাধ্যবাধকতা আনা হয়েছে। এতে সংবিধান পরিবর্তন আরও কঠিন হবে এবং ক্ষমতাসীন সরকার ইচ্ছামতো সংবিধান বদলাতে পারবে না।

প্রধানমন্ত্রীর ক্ষমতায় উল্লেখযোগ্য সীমাবদ্ধতা আসছে। বর্তমানে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নেই এবং শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। জুলাই সনদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী এখন একাধিক পদে থাকতে পারেন, নতুন নিয়মে তা নিষিদ্ধ হবে। জরুরি অবস্থা জারির ক্ষমতাও সীমিত হচ্ছে। এখন প্রধানমন্ত্রীর স্বাক্ষরেই জরুরি অবস্থা জারি হয় এবং মৌলিক অধিকার স্থগিত করা যায়। নতুন ব্যবস্থায় মন্ত্রিসভার অনুমোদন ও বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক হবে এবং মৌলিক অধিকার খর্ব করা যাবে না।

রাষ্ট্রপতি এখন সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হন। নতুন ব্যবস্থায় গোপন ব্যালটে নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সদস্যরা ভোট দেবেন। রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা বাড়ছে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই বিভিন্ন কমিশনের প্রধান নিয়োগ দিতে পারবেন। অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা সীমিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি ছাড়া ক্ষমা করা যাবে না।

সংসদ ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা। স্বাধীনতার পর থেকে এক কক্ষ বিশিষ্ট সংসদ চলে আসছে। নতুন ব্যবস্থায় ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে যেখানে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন হবে। নারীদের সংরক্ষিত আসন ৫০ থেকে ক্রমান্বয়ে ১০০তে উন্নীত করা হবে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন যা এখন সরকারি দল থেকেই হয়। সংসদ সদস্যরা বর্তমানে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে পদ হারান। নতুন নিয়মে বাজেট ও আস্থাবিল ছাড়া অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে আলোচিত পরিবর্তন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নেই। জুলাই সনদে সরকারি দল, বিরোধীদল ও দ্বিতীয় বিরোধীদলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব আছে। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণ থাকবে না। স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে কমিটি গঠন করা হবে।

বিচার বিভাগে ব্যাপক সংস্কার প্রস্তাব করা হয়েছে। প্রধান বিচারপতি এখন রাষ্ট্রপতি যে কাউকে নিয়োগ দিতে পারেন, নতুন নিয়মে আপিল বিভাগ থেকে নিয়োগ দিতে হবে। হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে স্থানান্তরিত হবে। আপিল বিভাগের বিচারক সংখ্যা প্রধান বিচারপতির চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে। প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

ন্যায়পাল, সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও দুদক চেয়ারম্যান নিয়োগে বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে যা আগে ছিল না।

সাংবিধানিক সংস্কারের বাইরে ৩৭টি প্রস্তাব আইন ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। এর মধ্যে বিচারকদের আচরণবিধি, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস, আদালত ডিজিটালাইজেশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং কুমিল্লা ও ফরিদপুরে নতুন প্রশাসনিক বিভাগ গঠন অন্তর্ভুক্ত রয়েছে।

গণভোটে 'হ্যাঁ' জিতলে আগামী সংসদ নয় মাসের মধ্যে এই ৮৪টি সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংশোধনী বিল পাস বলে গণ্য হবে। আর 'না' জিতলে জুলাই সনদ কার্যকর হবে না এবং পুরোনো ব্যবস্থা বহাল থাকবে। ১২ই ফেব্রুয়ারির এই গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গণভোট নিয়ে কোনো মতামত কিংবা ঘাপলা থাকলে কমেনটস সেকশনে আলোচনা করতে পারেন । এসব বিষয় নিয়ে ডিবেইট হওয়া উচিত ।

মুল লেখা : https://www.jugantor.com/national/1057843




সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভোট দিতে আসুন, সাথে কেনাকাটাও সেরে নিন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৫


আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। আলাদা ব্যালটে মাত্র চারটি ছোট পয়েন্ট থাকবে যেখানে ভোটাররা 'হ্যাঁ' অথবা 'না' ভোট দেবেন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সবচেয়ে যোগ্য ইসলামী নেতা কে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০



সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন

সুখ

লিখেছেন সামিয়া, ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫৪



আমরা আসলে সবাই অদ্ভুত মানুষ। কারও না কারও চোখে আমরা সুখী একদম গ্রামের বাড়ির উঠোনের ধারে থাকা সেই ছোট শান্ত নীড়ের মতো। কেউ খেয়াল করলে বুঝত আসলে সুখী কিনা, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না?

লিখেছেন নতুন নকিব, ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০২

তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না?



তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছেন। বহু অঞ্চলের রাস্তাঘাট কার্যত অচল। ঘরের ভেতরেও মানুষ... ...বাকিটুকু পড়ুন

=কিছু তৃপ্তি দেরীতেও আসে না=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০২

জানুয়ারী শেষের পথে। নতুন বাড়ীতে একমাস হয়ে গেল। এখনো গুছানো হয়নি। প্রতিদিনের নিয়ম কানুন অনেকটা পাল্টে গেছে। সকালে অফিসে আসার সময় এত তাড়াহুড়া বাপরে বাপ। রেডি হয়েও কাজ করি। ঘর... ...বাকিটুকু পড়ুন

×