****একবার তিন মাতাল বার থেকে বাসায় যাওয়ার জন্যে এক ট্যাক্সি ভাড়া করলো। ট্যাক্সিওয়ালা বুঝলো এরা মাতাল, ভাবলো একটু মজা করা যাক। সে ট্যাক্সির ইঞ্জিন চালু করে সাথে সাথেই বন্ধ করে বললো, নামুন এসে পড়েছি..
গাড়ী থেকে নেমে প্রথম মাতাল ভাড়া দিয়ে দিলো...দ্বিতীয় মাতাল ধন্যবাদ দিলো, তবে শেষ জন গাড়ী থেকে নেমেই ড্রাইভারকে ঠাস করে একটা চড় কষালো...
ড্রাইভার একটু হতাশই হলো...সে ভেবেছিলো মাতালেরা কেই তার চালাকি বুঝতে পারবে না। তবুও সে প্রশ্ন করলো, আপনি আমাকে মারলেন কেন?
তৃতীয় মাতাল বললো, শালা! এতো জোরে গাড়ী চালাস কেন? আরেকটু হলে তো এক্সিডেন্ট করে আমাদের মেরে ফেলতি...এখন ক্ষতিপূরন দে...!
****মাইক্রোসফট ‘Windows 7’র বাংলা ভার্সন ‘জানালা নং ৭’ রিলিজ করেছে...তাতে ব্যবহৃত কিছু বাংলা টার্মঃ-
Save - বাঁচাও
Search – দ্য খোঁজ
Run – দৌড়া! পাবলিক আইতাছে!
Leave – ছেড়ে দে শয়তান!
Copy – নকল মারুন সাবধানে!
Cut – কাইট্টা ফালা
Delete – বাংলাওয়াশ
Spreadsheet – চাদর বিছান
Exit – বাইর হ
Compress – টিপাটিপি কম করেন
Mouse - ইঁদুর
Scrollbar – গড়ান দে
Page Break - পেইজ ভাঙ্গুন
ইত্যাদি।
*****পুলিশের চাকরির মৌখিক পরীক্ষা চলছে।
প্রশ্নকর্তাঃ তুমি যদি ঘরে ফিরে দেখ সম্পূর্ণ অচেনা একজন লোক তোমার বেডরুমে বসে আছে, তাহলে তুমি কী করবে?
মহিলা প্রার্থীঃ
.
.
.
.
.
.
..
.
.
তাকে বের হয়ে যাবার জন্য আটচল্লিশ ঘন্টা সময় দেব।
*****দুইটা তেলাপোকা আই সি ইউ তে ভর্তি ছিল
১মঃ কে মারছে তোরে?
.
.
.
.
.
.
২য়ঃ কেউ মারে নাই, এক মেয়ে আমারে দেইখা এত জোরে চিল্লানি দিসে আমার ই হার্ট অ্যাটাক হইয়া গেছে।
(তাই আপুরা তেলাপোকা দেখলে জোড়ে চিল্লাবেন না, কারন তাদেরও সমস্যা হতে পারে !!
***একবার একলোক তার বউকে একটা মেসেজ পাঠাল।।
কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেলো এক বিধবা মহিলার কাছে।।
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন।।
যাই হোক, মহিলা মেসেজটি খুললেন, পড়লেন, এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কি লেখা ছিল সেই মেসেজে??
মেসেজে লেখা ছিলঃ
আমার প্রিয় বউ!! আমি ঠিকঠাক মতই পৌঁছেছি!! আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করনি!! এখানে আজকাল মোবাইল ফোন এসে পড়েছে!! আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে!! সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!! তুমি জেনে আরো খুশি হবে যে, তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে!! আশা করা যায়, কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!! আশা করি তোমার যাত্রাও হবে আমার মত সুখের!! তোমার অপেক্ষায় রইলাম!!
- ইতি,
তোমার প্রিয় স্বামী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



