তারপর একদিন বন্ধু সারিতা জিজ্ঞেস করলো-ব্লগ পড়ো?....নাতো! আমার উত্তর। ও লিঙ্ক দিলো, বল্লো-পড়ে দেখো......। তারপর থেকেই মাঝে মাঝেই পড়ি......ভাল লাগে... কতকিছু জানি নতুন নতুন...শিল্প-সাহিত্য-প্রযুক্তি-ইতিহাস......নিজের জ্ঞানের ক্ষুদ্রতা বুঝতে পারি আরো ভালোমত।অবাক হয়ে দেখি আমার পরিচিত, চেনা, আধাচেনা কত মানুষ ব্লগ লিখছে...... আবার পড়তে পড়তে কত অচেনাজন কে চিনে যাই......মনেহয় আমিও লিখি না কেন!!
কিন্তু বাংলা যে লিখতে পারি না সহজে এবং দ্রুত...অতপর অভ্র ডাউনলোড, হেল্পফাইল পড়া...তারপর একটু সময় নিয়ে লিখে ফেলি এইসব কথন...নিজেকে বলি--ব্লগে স্বাগতম!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




