ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালনের সময় আশে পাশের মানুষ শুকনা খাবার, চকলেট, পানি, স্ফটডিংক্স, সেলাইন, ছাতা, কিছু পিৎজা+টিপু সুলতান... ব্যন্ডরা ঠোংগা ধরাইয়া ছবি তোলায় ব্যস্ত, আরো নানা কিছু দিচ্ছে। ভাল কথা...
but...এই সব জায়গায় যে সব ট্রাফিক পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন বা সমানে করবেন তাদের প্রতিও আমাদের স্বহৃদয় বজায় রাখতে হবে। তাদের তো আমরা গালি ছাড়া কথাই বলতাম না,
তাদের বেতন স্কেল অনেক কম আর তাদের সুযোগ সুবিধা, খাবার, ডিউটি টাইম, স্বাস্থ ব্যবস্থা, ঝড়-বৃষ্টি-রোদ, পয়নিস্কাশন সহ সব ব্যবস্থা আরো উন্নত করা হোক।
আমরা কি করতে পারি?
কর্মরত ট্রাফিক বা পুলিশ দেখলে সালাম-হাসি বিনিময় করতে পারি,
চকলেট-চুইংগাম দিতে পারি, মৌসুমি ফল যা তেমন দাম না সেগুলো দিতে পারি।
সাধারন কিছু পুলিশ তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায়, কিছু অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, কোন ভাল ফেসবুক পোস্টে নাকি সহমত লেখলে বা, লাইকদিলেও ঝাড়ি খেতে হতো।
সবার ভালবাসাই পাথড়ের মাঝেও ফুল ফুটাতে পারবে....
পরিবর্তন হোক সকল সিস্টেমের...
Thankx #Generation_Z, known as Zoomers...
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫