একদিন। খুব ভালবাসাবাসি হবে
তারপর বইয়ের পাতা উলটে নেব
টেবিলের নিচে পায়ে পায়ে খুব ঠোকাঠুকি হবে
তারপর মার্কারে রাঙিয়ে দেব সবকিছু
পেন্সিলটা বাড়িয়ে দেবার ছলে
আঙুলে আঙুলে ছোঁয়াছুঁয়ি হবে
তারপর গভীর মনযোগে ডুবে যাব বইয়ের পাতায়
ফ্লাস্কে জমে থাকা ঠান্ডা কফির আড়ালে লুকাতে চাইব আমাদের উষ্ণ শরীর
একদিন রিডিং রুমে খুব পড়াশুনা হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


