পতন
এখন আমি যাচ্ছি পড়ে
পাচ্ছি না তো তল
মারিয়ানা ট্রেঞ্চ নাকি অতলান্তিক, বল?
এখন আমার বুকের ভেতর
টগবগানো জল
ভিসুবিয়াস আগুন থামায়
বিটা ব্লকার বল?
পায়ের তলার শিরশিরানি
বুকের মাঝে চাপ
এসব নিয়ে ক্যাম্নে আমি
চাইছি দিতে ঝাঁপ?
নিজের কাছেই অবাক লাগে
নিজের কান্না দেখে
ভিতর বাহির ওলট পালট
মনটা তবু শেখে
মিথ্যে করে হাসতে শুধু
মন ভোলানোর ছলে
অকস্মাতই সত্যি বেরোয়
মিথ্যে কথার দলে বাকিটুকু পড়ুন