আপনাদের সবার দোয়ায় আমার লেখা একটি বই প্রকাশ পেয়েছে।
শিখা প্রকাশনি বইটি প্রকাশ করেছে।
বইটি বাংলা ও ইংরেজী দুইটি ভাষাতেই প্রকাশ পাচ্ছে। যেহেতু গ্রন্থখানি আমার একটি মৌ্লিক গবেষনা কার্য ছিল যা ইংরেজীতে তাই ইংরেজী বই নিয়ে কাজ করতে বেশী অসুবিধা হয়নি। কিন্তু বাংলা অনুবাদ করা এবং তা প্রকাশ করতে যাওয়া একটু সময় সাপেক্ষ বৈকি । এডিটিং এর কাজ চলছে ২০১৫ এর ফেব্রুয়ারীর বই মেলায় নিশ্চয় পাওয়া যাবে আশা করি।
ইংরেজী নাম: When adolescent girls are victim of violence
বাংলা নাম: কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার
আপনাদের দোয়া কামনা করছি।
মডেলঃ শিখা, আমাকে বাসায় সাহায্য করে ও আছে বলেই আমি বেচেঁ আছি।
আপনারা যেভাবে আগ্রহ দেখিয়েছেন আপনাদের আগ্রহে আমি আপ্লুত। বাংলা বইটি “কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার” শিখা প্রকাশনিতে এবারের বই মেলায় পাওয়া যাবে। আমি বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো।
নিন্মে আরো কিছু ছবি সংযুক্ত করলাম। যার দ্বারা মোটামুটি এই বই সর্ম্পকে বিস্তারিত জানা যাবে।
আমার একটা পরীক্ষা চলছে। আগামী এপ্রিল পর্যন্ত খন্ড খন্ড ভাবে চলবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে মে থেকে লেখা লেখিতে আবার সক্রিয় হবো। আপনাদের সহযোগীতা সব সময় কামনা করি।
বইয়ের নাম
ইংরেজী নাম: When adolescent girls are victim of violence
বাংলা নাম: কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার
লেখক : লুবনা ইয়াসমীন
প্রকাশক :শিখা প্রকাশনী
প্রচ্ছদ: লুবনা ইয়াসমিন
মূল্য : ১৭৫ টাকা
বইয়ের ধরণ : গবেষণা
ব্লগ পোস্ট : আমার লেখা একটি বই প্রকাশ পেয়েছে
প্রাপ্তি স্থান : পিবিএস (শান্তি নগর , ধানমন্ডী, উত্তরা)।