কত অজানারে, চৌরঙ্গী, চরন ছুঁয়ে যাই, এপার বাংলা ওপার বাংলা এসব বই দিয়ে পরিচয় হয় ।
তবে চৌরঙ্গী বাংলা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি ।
এখন হাতের কাছে "শংকর কিশোর রচনা সমগ্র " ।
এই শংকর যে কলকাতার এক আনুষ্ঠানিক পদ অলংকৃত করলেন জেনে ভাল লাগল।
কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন লেখক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার আনুষ্ঠানিক ভাবে এই পদের দায়িত্ব নিতে চলেছেন তিনি। এর আগে চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতার শেরিফ ছিলেন।
১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম শংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। শংকরের ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি।
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩–তে বারওয়েলের মৃত্যুর পরেই লেখালিখিতে পাকাপাকি ভাবে চলে আসেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।
( গত বছরের আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২০ রাত ১১:৩০