
আজ হঠাৎ চোখে পড়ল ১৫ বছর ২ ঘন্টা এখানে আমার আসা যাওয়া, পড়লো মনে অনেক কিছুই। অনেকের কথা। কত কিছু বদলে গিয়েছে, হারিয়ে গিয়েছে কতজন! সবাই ভাল থাকুক, সুস্থ সুন্দর জীবনে বেঁচে থাকুক।
আমার ব্যস্ত জীবন যাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র অবসরে অন্য রকম মাত্রা যোগ করে সা. ইন।
কত কিছু শেখা হয়, জানা হয়, দেখা হয়।
অসুস্থ অবস্থায় যখন কিছু ভাল লাগছিল না, তখন মনোযোগ দিয়ে এই এখানে চোখ মেলে চেয়ে স্বাদ নিয়েছি, বেশ ভাল সময় পার।
ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ,ধন্যবাদ সবাইকে যারা এই পাটাতনকে নানা আঙ্গিকে সাজিয়ে তুলেছে।
অনেকের সাড়া শব্দ নেই, তাদের জন্য খারাপ লাগে আমার!
শুভকামনা সকলের জন্য।
অ:ট: উপরের ছবি সুন্দরবন বেড়াতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আমার ধারন করা, ডিসেম্বর ২০২২।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




