সারা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখছি,
হাতে আমার এক বোতল PEPSI.
এক রমনীকে দেখে মনে লাগল দোলা,
হাতে ছিল তার এক বোতল COCACOLA.
আরবের মরুঝড়ে দেখা যায় কম কম,
তবে সবার হাতে ছিল এক বোতল ZAM ZAM.
মিশরীয়দের দেখে জুড়াল প্রাণটা,
তাদের হাতে ছিল এক বোতল FANTA.
USA তে লোক দেখলাম, সুন্দর তাদের GET UP,
প্রত্যেকের হাতে ছিল এক বোতল 7UP.
এখন আমি শ্মশানে, চারদিকে ভূত জ্বীন,
ভয়ে আমি কাঁপতে কাঁপতে পান করছি VIRGIN.
এখন আমি বাংলাদেশে, নিচ্ছি বসে REST,
সাগরের তীরে বসে আছি, হাতে নিয়ে SUN CREST.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




