গুনদা (কবি নির্মলেন্দু গুন) খুব উচ্চ রসবোধসম্পন্ন মানুষ।
২০১৬ এর একুশে বইমেলা হতে নতুন লেখকদের কয়েকটা বই তিনি সংগ্রহ করলেন। প্রতি বছরই নাকি তিনি এ কাজটি করেন। বইগুলোর মধ্যে আমার গল্পগ্রন্থ 'কচি চেহারার বিড়ম্বনা'ও ছিল।
বইটির কিছুটা পড়ে দেখতে গিয়ে তিনি নাকি পুরোটাই পড়ে ফেলেছিলেন। এটি কিন্তু ২৫০ পৃষ্ঠার এক মোটাসোটা বই। পড়া শেষ করে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, এই বইটি পুরস্কারের যোগ্য মনে করি।
বাকিটা ইতিহাস। আমার সেই বই ২০১৬ এর ঢাকা একুশে গ্রন্থমেলার পুরস্কার পাওয়া বইগুলোর অন্যতম। গুগল সার্চ করলে বইটি পাওয়া যায়। - -
কবি নির্মলেন্দু গুন বর্তমানে পদক বেচে দেবেন বক্তব্য দিয়ে আলোচনায়। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বাধীনতা পুরস্কার দাবি করেও তিনি বেশ আলোচিত হয়েছিলেন।
কবি আমার খুব প্রিয়জন হলেও কেবল পদকধারীদের গ্যাস-বিদ্যুৎ ইত্যাদির সংযোগ প্রদানে অগ্রাধিকার দেবার যে দাবি তুলেছেন তা আমার পছন্দ হয়নি। তাঁর অবস্থান হতে জনগণের সার্বিক কল্যানে কাজে লাগে এমন বড়ো দাবি প্রত্যাশা করি। আমার ধারণা তিনি রসিকতা করেই পদক বিক্রির কথাটা বলেছেন।
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি দেশবরেণ্য এ কবির।

FaceBook: ML Gani
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




