প্রতি ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি যেখানে নিচের কথাগুলো আছে:
"ইহদিনাস সিরাতাল মুসতাকিম, সিরাতাল্লা যিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন"
এর অর্থ:
"আমাদের সরল পথ দেখাও,
সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ,
তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে"
সরল পথ অবশ্যই সেই পথ যেই পথে মিথ্যা, দুর্নীতি বা প্রতারণার স্থান নেই।
- কয় শতাংশ নামাজী মানুষ বাস্তব জীবনে প্রকৃতই সরল পথের সন্ধান করেন বলুন তো?
উত্তর: খুবই নগন্য অংশ।
তার মানে, প্রতি ওয়াক্ত নামাজে আমরা সরল পথ দেখাতে আল্লাহতায়ালাকে অনুরোধ করি, অথচ, সজ্ঞানে-স্বেচ্ছায় বাঁকা পথেই চলি। বাঁকা পথই যেন আমাদের সরল পথ!
কথা আর কাজে বিস্তর ফারাক, মানে, আমাদের স্ববিরোধী এ প্রার্থনা আল্লাহতায়ালা আদৌ গ্রহণ করবেন কি?
কেউ কেউ হয়তো বলবেন, আল্লাহ কি করবেন না করবেন তা তিনিই ভালো জানেন; তিনি মহান।
- আপনার কি মনে হয়?
ফেইসবুক: https://www.facebook.com/moh.l.gani/
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




