
একটি বই হঠাৎ করে এতটা আলোচনায় আসবে আমরা কি ভাবতে পেরেছি ?
বাংলাদেশের মানুষ অতি আবেগপ্রবন , বর্তমান রাজনৈতিক অস্হিরতার মধ্যে ও
বাঙালীর স্বভাবসুলভ অনুসন্ধানী মনোভাব দেখলে মনটা শৈশবের নির্ভেজাল আনন্দময়
দিন গুলোর কথা মনে পড়ে যায় ।
বলছিলাম "দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ" বইটির কথা ।
বিশ্বের খ্যাতনামা প্রকাশণী পেঙ্গুইন র্যান্ডম হাউস এর বইটি বর্তমানে বাংলাদেশের নেটিজমের
চোখে আগ্রহের ঝলকানি ।

বইটির সংক্ষিপ্ত পরিচিতি :
বইয়ের নাম: দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ
(The Penguin Book of Bengali Short Stories)।
প্রকাশনা সংস্থা: পেঙ্গুইন র্যান্ডম হাউস (ভারত)।
অনুবাদক ও সম্পাদক: অরুণাভ সিনহা।
ধরন: ছোটগল্পের সংকলন (ইংরেজি অনুবাদ)।
সময়কাল: গত ১০০ বছরের বাংলা সাহিত্যের সেরা গল্পগুলোর সংকলন।
লেখকবৃন্দ: দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) ৩১ জন দিকপাল লেখকের গল্প।
মূল বিষয়: দেশভাগ, মুক্তিযুদ্ধ, সমাজবাস্তবতা এবং আধুনিক মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা।
বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত
সংকলনটি সম্পাদনা ও অনুবাদ করেছেন প্রখ্যাত ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা।
এক কথায় বলা যায় ,গত এক শতাব্দীর দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) সেরা গল্পগুলোর একটি ইংরেজি সংকলন।
এই প্রকাশনার আরও কিছু আকর্ষনীয় বই আছে যেমন :-
The Greatest Bengali Stories Ever Told (Kindle Edition)
Rabindranath Tagore (Kindle Edition)
The Greatest Indian Stories Ever Told (Hardcover )
The Book of Indian Queens: Stories & Essays
I Remember Abbu (Kindle Edition,by Humayun Azad ),
এই প্রকাশনা সংস্হায় আরও কিছু বিখ্যাত লেখক /লেখিকার বই পাবেন ,
১) Mother Mary Comes to Me (Arundhati Roy )
২) The Dorothy L. Sayers Collection: 5-Book Paperback Boxed Set (Dorothy L. Sayers )
৩) Interpreter Of Maladies: A Novel (by Jhumpa Lahiri )
৪) Super-Frog Saves Tokyo Hardcover (by Haruki Murakami ),
৫) Schattenfroh Paperback ( by Michael Lentz ),
৬) Interpreter Of Maladies: A Novel (by Jhumpa Lahiri )
INTERNATIONAL BESTSELLER • WINNER OF THE PULITZER PRIZE • PEN/HEMINGWAY AWARD WINNER.
বইটিতে কী আছে?
বইটির উল্লেখযোগ্য গল্প সমূহ :
রবীন্দ্রনাথ ঠাকুর: জীবিত ও মৃত।
সত্যজিৎ রায়: পিকুর ডায়েরি।
মানিক বন্দ্যোপাধ্যায়: প্রাগৈতিহাসিক।
হুমায়ূন আহমেদ: খেলা।
শহীদুল জহির: আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই।
আখতারুজ্জামান ইলিয়াস: রেইনকোট (মুক্তিযুদ্ধভিত্তিক)।
সেলিনা হোসেন: মৃত্যুর নীলপদ্ম।
এই বইটি নিয়ে কেন আগ্রহ ?
বিগত ২৫শে ডিসেম্বর একটি ছবি দেখতে পাই তারেক জিয়া সহ জাইমা রহমানের. উক্ত ছবিতে
বইটি ছিল জাইমা রহমানের পিছনের টেবিলে যা উনার ভ্রমন সঙ্গী হিসাবে পড়ছিলেন বিমান ভ্রমনের সময় ।
বর্তমান প্রজন্মের একজন ব্যারিষ্টার যিনি লন্ডনে বড় হয়েছেন ,স্বাভাবিক ভাবেই ইংরেজী ভাষায়
লেখাপড়া করেছেন, তিনি বাংলা সাহিত্যর উপর (ইংরেজীতে লেখা ) আগ্রহ ও জ্ঞান লাভ করছেন দেখে সকলের
হৃদয় ছুঁয়ে গেছে । উনার প্রিয় বিড়ালটি "জেবু " এটি ও প্রচুর আগ্রহ সৃষ্টি করেছে 'নূতন প্রজন্মর ' মাঝে ।
জাইমা রহমানের জেবু , জনসাধারনের আগ্রহর কারনে, ফেষ্টুন, ব্যানার এমনকি ফেসবুক একাউন্ট পর্যন্ত
খোলা হয়েছে ।
বিভিন্ন তথ্য সুত্রে থেকে জানা যায় যে ,
আবেগ প্রবণ মানুষ স্বাভাবিকভাবেই বিএনপি (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী
ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman) এবং তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান (Zaima Rahman)-
এর কাছ থেকে সরাসরি খবর পেতে আগ্রহী।
জনসাধারণের এই আবেগ এবং দ্রুত তথ্যের প্রয়োজনীয়তাকেই পুঁজি করে একদল ফেসবুক লেখক সোশ্যাল মিডিয়া
(Social Media)-কে ব্যবহার করছে। ফলে ইতিমধ্যেই ডা.জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমানের নামে
১৩৫টিরও বেশি ‘ভুয়াপেজ’-এ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে ।
ফলে সাধারন জনগণ বিভ্রান্ত হয়ে ভূল তথ্য বিশ্বাস করতে শুরু করেছে ।
ফ্যাক্ট চেক বলছে :
জাইমা রহমানের (Zaima Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১২০টি
Zaima Rahman নামে পরিচালিত একটি পেজের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৯২ হাজার,
আরেকটি ভুয়া পেজের ফলোয়ার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার,
ডা. জোবাইদা রহমানের (Dr. Zubaida Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১৫টি
ডা. জোবাইদা রহমানের নামে ১২ বছর ধরে সক্রিয় ভুয়া পেজ আছে ,৮২ হাজার ফলোয়ার বিশিষ্ট
এই পেজটি করা হয়েছিল বিগত ৩ মার্চ ২০১২ সালে।
অফিসিয়াল সূত্র বলছে, এই দুজনের নামে এখনো কোন ফেসবুক খোলা হয় নাই ।
(তথ্যসুত্র : [email protected])
সুতরাং এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলছি ।

ইতিমধ্যেই জেবুর একাউন্টে ২৫০০০ এর উপর ফলোয়ার এসে গেছে এবং তার কর্মকান্ড প্রচারিত হচ্ছে
যা কোন অফিসিয়াল ফেসবুক একাউন্ট নয় । শুধুমাত্র জনতার উচ্ছাস আকাঙ্খার প্রতিফলন মাত্র।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

