ইউটিউবে লোভনীয়সব প্রেজেন্টেশন দিয়ে টাকা কমানোর প্রতিযোগিতায় নেমেছেন এক শ্রেণীর পেশাজীবী। তাঁদের উদ্দেশ্য যতটা না মানবসেবা, তার চেয়েও বেশি ভিউয়ার বাড়ানো। বেশি ভিউয়ার মানে বেশি আয়।
নারী ডাক্তাররাও এতে পিছিয়ে নেই। নারী স্বাস্থ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর না দিয়ে বরং 'পুরুষের ধাতু ঘন হয় যেসব খাবার খেলে', 'লিঙ্গ উত্থান দীর্ঘস্থায়ী করা যায় যেভাবে,' 'স্বপ্নদোষ কিভাবে উপভোগ্য করবেন,' ... এমনসব রগরগে জিনিসই হয় তাঁদের আলোচনার বিষয়বস্তু। বিশ্বাস হতে চাইবে না হয়তো, 'পুরুষের ধাতু ঘন হয় যেসব খাবার খেলে' শীর্ষক ভিডিওটি আপলোড করেছেন এক ধর্মপ্রাণ হিজাবি নারী।
'পুরুষদের লিঙ্গ-উত্থান সমস্যা ও প্রতিকার' বিষয়ে ভিডিও আপলোড করে এক নারী চিকিৎসক মাত্র কয়েকমাসেই কামিয়ে ফেলেছেন প্রায় দুই মিলিয়ন ভিউয়ার। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট একটা কাঁচুলি পরিধান করে গিটার বাজাচ্ছেন এক তরুণী। ভিউয়ার লাখে লাখে, যেন তাবৎ দুনিয়ার মানুষ সেই প্রথম গিটার বাজানো শুনলেন। অন্য এক ভিডিওতে দেখা গেলো এক নারী তাঁর গোসলের ভিডিও আপলোড করে তিনদিনেই পেয়ে গেছেন মিলিয়ন ভিউয়ার। ...
কেবল অর্থোপার্জনের লালসায় সোশ্যাল মিডিয়ায় এ ধরনের 'প্রশ্নবোধক' ভিডিও আপলোড করা বা রগরগে আলোচনা সুস্থ মনমানসিকতার পরিচায়ক হতে পারে না। এ বিষয়ে আপনি কি মনে করেন?

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




