আজ সকালে ঘুম ভাঙলো এক ভদ্র মহিলার ফোন পেয়ে। কানাডার টরন্টো হতে তিনি ফোন করেছেন।
- ভাই, আমি কি বাংলায় কথা বলতে পারবো?
- জি বলুন।
- কানাডায় ঢোকার পর বর্ডার সিকিউরিটি অফিসার আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, ফেরত পাবো কিভাবে?
- আরেকটু খুলে বলবেন?
- ট্যুরিস্ট ভিসায় এসেছিলাম। দেশ থেকে এজেন্ট কন্ট্রাক্টে সব করে দিয়েছিলো। কিন্তু, কানাডায় ঢোকার পর এয়ারপোর্টে ঝামেলা বাঁধলো।
- কি ঝামেলা?
- ইনভাইটেশন লেটারে যাঁর নাম ছিল তাঁর বিস্তারিত জানতে চাইলো তাঁরা। আমি ঠিকমতো বলতে পারিনি। তারপর সিকিউরিটি অফিসার যিনি ইনভাইট করেছেন তাঁকে ফোন করলে তিনিও তেমন কিছু বলতে পারেননি আমার সম্পর্কে।
- তারপর?
- এ অবস্থায় বর্ডার অফিসার জিজ্ঞেস করলো আমি রিফিউজি আবেদন করবো কিনা? আমি হ্যাঁ বললাম। তারপর একটা কাগজ ধরিয়ে দিয়ে পাসপোর্ট নিয়ে নিলো। আমাকে একটু সাহায্য করেন। এখানে (টরোন্টো) অনেকেই আপনার কথা বলেছে। আমি খুব বিপদে আছি। ...
যাক, বিষয়টার আর বিস্তারিত এখানে না লিখি। তবে, যাঁরা মনে করেন কানাডায় ঢুকে গেলেই পুরোদমে সাকসেসফুল হয়ে গেলেন তাঁদের জন্য এ তথ্য সতর্কবার্তা হতে পারে। সুখে থাকতে যেন ভুতে না কিলায়।
ML Gani, RCIC-IRB
[email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


