= ভালোবাসার আনন্দ! =
এক ভদ্রমহিলা তাঁর প্রতিবেশীর দরজায় টোকা দিয়ে জানতে চাইলেন তাঁদের কাছে রান্নার লবন আছে কিনা।
প্রতিবেশী সানন্দে একটা বাটিতে করে তাঁকে কিছু লবন দিলেন।
লবন নিয়ে বাসায় ঢুকতেই ভদ্রমহিলার কিশোর ছেলের চোখে পড়লো বাটি আর লবন। বুঝতে দেরি হলো না তার মা প্রতিবেশী হতে এ লবন চেয়ে এনেছেন।
তাৎক্ষণিক সে তার মা'কে বললো: 'মা, কাল না আমরা বাজারে গেছি! তুমি কি ভুলে গেছো আমরা দু'কেজি লবনের একটা প্যাকেট কিনেছি?'
মা বললেন, 'ভুলবো কেন রে পাগল? তুই কি জানিস না আমাদের প্রতিবেশীর চাকুরী নেই এখন?'
- শুনেছি তোমার কাছে, কিন্তু, তুমি তাদের কাছে লবন চাইতে গেলে কেন?
- আমি যদি তাঁদের কাছে কিছু না চাই, তাহলে ওদের কিছু দরকার হলে আমাদের কাছে চাইতে লজ্জা পেতে পারে; আমি সে পথই খুলে দিলাম।
মায়ের কথা শুনে ছেলে আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরলো। ...
আপনার প্রতিবেশীকে প্রতিদ্বন্দ্বী মনে না করে তাঁদের বরং ভালোবাসা দিন। ভিন্নরকম এক আনন্দ পাবেন: ভালোবাসার নির্মল আনন্দ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬