চোখ বুজে থাকতে পারলাম না তাই আবার ব্লগে ফিরে এলাম। এখন থেকে নিয়মিত লিখব প্রবাস কলাম। আমেরিকা এসেছি চার মাস আর এর মধ্যেই সহশ্র বছরের বাঙালী চরিত্র হাড়ে হাড়ে টের পেয়েছি। বাঙালীদের জন্য দুনিয়াটা বন্ধ হবে খুর তাড়াতাড়ি। এখানে বাঙালী ব্যাঙও ইংরেজীতে কথা কয় তাও বাঙালীদের সাথে। নতুন ইমিগ্রান্ট হিসাবে যত বাঙালীর সাথে কথা বলেছি তার ৯৮% আমাকে ভুল তথ্য দিয়েছে শুধু মাত্র না জানার এবং তার স্বভাবগত কুচরিত্রের কারনে। দেশে থাকতে যারা আমার সামনে চেয়ারে বসার যোগ্যতা রাখেনা তারা মনে হয় এদেশের প্রেসিডেন্ট বারাক ওবামা। জেড কে তারা জি বলে আর ইয়েস কে বলে ইয়া আর কিছু না শুনেই আমাকে বলে হুদাই আইছেন চাকরি পাইবেন না - ইংরেজি জানেন আমি হাসি আর বলি তাই নাহি এই কথা...। তা আপনি তো ভালাই ইংরেজী কন ( মনে মনে কই বাংলাদেশে তো এরকম ভুল ইংরেজী শেখায় না ) হেই জন্নি্ই আপনি ভাল চাকরি পাইছেন। অবাক হয়েছি বাংলাদেশী পলিটিক্যাল একটিভিটিস ১০০ গুন বেশী বাংলাদেশ থেকেও। মন্দটাকে বাদ দিলে এখানে ভালর শেয নেই অথচ আমরা আছি পোলিটিকস নিয়ে। শুধু একজনকে বলেছিলাম ইংরেজী জানলেই ইংরেজ কিংবা বুদ্ধিমান ইওয়া যা্য় না তাহলে ইংল্যাণ্ডের ফার্মার রাও সবচেয়ে বুদ্ধিমান হতো কেননা তারা ইংরেজীতে ফার্মের গরুর সাথে কথা বলে। ভাই ছাগল দিয়ে হাল চায হলে তাতে ভাল ফসল হয় না । এনিওয়ে আজকে শুধু হেডিং লিখলাম আর বাংগালীদের নিয়ে কিছু লিখব না। লিখব এদেশের ভালর কথা অসম্ভব সম্ভাবনার কথা। বাংলাদেশে থাকতে জিওগ্রাফি চ্যানেল প্রায়ই একটা কথা শুনতাম থিংকস বিগ এনড ক্রিয়েট বিগ। যা সত্যিকার এদেশের মানুয ভাবে এবং করে।
আলোচিত ব্লগ
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।