আজকে লেখার বিযয় demographic information. । প্রসংগত বলে রাখি বাংলা টাইপ ভাল জানি না বলে একটা ওয়ার্ড লেখতে অনেকটা সময় লেগে যায় এবং যা লিখতে চাই অনেক সময় তা লিখতে পারি না। দ্বিতীয়ত সময় এটা এখানে সত্যিকার ভাবেই every second count করে। আমি এখানে আমেরিকার উদাহরন দিয়ে চেস্টা করি বাংলাদেশের content এ ভাল জিনিস টা কাজে লাগানোর। কে এটা গ্রহন করবে কি না করবে এটা তার ব্যাপার। পত্রিকা কিংবা অন্য যে কেউ এটা ছাপাতে বা content use করতে পারবে আমার অনুমতি ছাড়াই। আমেরিকা হছে এমন একটা দেশ যেখানে পৃথিবীর সমস্ত দেশের মানুয বসবাস করে।
What does America look like?
Imagine a quit- a mosaic of color, form, and texture. Now, look at our country. It , too, resembles an evergrowing, changing quilt made up of people, communities, and institutions. Each of us has a place in the intricate patterns that create the framework of society.
একটা কোটেশান দেই-
" If we could first know where we are , and whither we are tending, we could then better judge what to do, and how to do it." - Abraham Lincoln
Why is demographic information important?
Demography is a science about people, and people are important. The Census Bureau's demographic programs help us find our places in the vast pattern of America to understand where we have been, where we are, and where we are heading.
আপনারা আমার চাইতে অনেক ভাল জানবেন বাংলাদেশের জন্য কোনটা বেশী important জনগন , গনতন্ত্র , demographic information অথবা আমাদের প্রানের প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মিথ্যে হলেও সত্যি শেযের টাই আসল রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রীয় দেশবাসী বুকের রক্ত ঢেলে ওদের বাচিয়ে রাখুন, আপনার প্রিয় সন্তান কে কোরবানী দিন ওদের পায়ের নিচে কেননা ওরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার প্রিয় ভূমিকে বাচিয়ে রেখেছে তাদের সন্তানদের জন্য , দেশের ভবিয্যৎ প্রধান মন্ত্রি , পাতি মন্ত্রিদের জন্য। কেননা প্রধান মন্ত্রি , পাতি মন্ত্রি, কি যেন তেন রক্তে হয়, বাংলাদেশের জন্য অপার জগত থেকে স্পেশাল রাজনৈতক সংবিধান নিবনিত আছে দেশ প্রেমিক, এক্সট্রা টেলেন্ট , প্রধান মন্ত্রি , পাতি মন্ত্রি শুধু মাত্র রাজনৈতিক বাপ মার মিলনে হবে। প্রধান মন্ত্রি , পাতি মন্ত্রি হতে না পারলে অন্তত পুলিশ হবে। আর সাধারন মানুযের ছেলে মেয়ে হবে মানুয, সত্যিারের মানুয যারা সুখে হাসবে দুখে কাদবে, হা কে হা না কে না ই বলবে।
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




