চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,মাইক্রোবায়োলজি বিভাগ এম,এস,এ-
অধ্যয়নরত মেধাবী ছাত্র
মো: বজলুর রশীদ (রিয়াদ)
ঘাতক ব্যাধি হেপাটাইটিস-বি তে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ছে।তার চিকিত্সার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন । তার দরিদ্র পিতা মাতার পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব ।বাঁচার তীব্র আকুলতা নিয়ে রিয়াদের অশ্রুসিক্ত দুটি চোখ আজ তাকিয়ে আছে আমাদের দিকে । তার পাশে দাডাঁনোর কী আজ কেউ নেই ? এই প্রশ্ন আমাদের সকলের । মাত্র বাইশটি বছরেই কী তার জীবন ঘড়িটা থেমে যাবে ? গরিব মা -বাবার স্বপ্ন কী এভাবেই এটি টানবে ? বন্ধুরাও কি হারিয়ে ফেলবে প্রিয় বন্ধুটিকে ? পৃথিবীতে বেছে থাকার অধিকার কি তার নেই ? আমরা কি পারিনা মৃত্যুর দুয়ার হতে তাকে ফিরিয়ে আনতে ? ভয়াল ভাইরাসের হাতে তবে কি আজ আমাদের পরাজয় হবে ? ধাবমান পৃথিবীর বুকে এই পরাজয় আমাদের কাম্য নয় ।আসুন আমরা রিয়াদের পাশে দাডাঁই ।হৃদয় দিয়ে অনুভব করি তার প্রানের আকুতি ।বাড়িয়ে দিই সাহায্যের হাত ।আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বিত প্রচেষ্টাই পারে মা -বাবার একমাত্র অবলম্বন,আমাদের ভাই,আমাদের বন্ধু রিয়াদকে বাঁচিয়ে তুলতে ।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বজলুর রশীদ (রিয়াদ)
ব্যাংক একাউন্ট নং : ১২৯.১০১.৯৬৩০৩
ডাচ বাংলা ব্যাংক লিঃ, সি ডি এ এভিনিউ শাখা,চট্টগ্রাম,বাংলাদেশ। (সংকলিত)
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




