যা কিছু ভুল আমার যা কিছু বিশ্বাস
যা কিছু প্রেম আমার যা কিছু ভালোবাসা
যতটুকু অশ্রু আমার যতটুকু বৃষ্টি
যতটুকু কবিতা আমার যতটুকু দৃষ্টি...
যা কিছু সাধনা আমার যা কিছু পেয়েছি আমি
যা কিছু স্বপ্ন আমার যা কিছু দিয়েছেন তিনি
যতটুকু আলো আমার যতটুকু আঁধার জীবন
যতটুকু তুমি আমার যতটুকু তোমার আমি...
যা কিছু ভালোবাসা তোমার যা কিছু ঐ নীল আকাশে
যা কিছু দিয়েছো আমায় যা কিছু তোমার ডায়েরীর পাতায়
যতটুকু ব্যথা তোমার যতটুকু অশ্রু ভালোবেসে
যতটুকু ভয় তোমার যতটুকু আমার কাছে এসে...
যা কিছু গল্প তোমার যা কিছু ঐ নীল শাড়িতে
যা কিছু শায়েরি তোমার যা কিছু তোমার নীল চুড়িতে
যতটুকু বলেছো তুমি যতটুকু শুনেছো সেদিন
যতটুকু ভালোবেসেছো আমায় যতটুকু করেছো বিলীন...
দুপুর ২ টা ২২
২৭.০৩.২০১৭
© ফয়সাল বিন হাফিজ

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




