তুই আসবি বলে আমি সব ভুলে যেতে পারি
আমার যা কিছু প্রিয় এতটা জীবন
তুই ছাড়া আজ আর নেই কোন তুলনা
তুই আসবি বলেই আমার কবিতা !
যা কিছু বসন্ত দিয়েছে আমায় এতটা জীবন
যা কিছুর প্রতীক্ষায় আমি
তুই ই সেরা উপহার আমাদের
ভালোবাসা সবটাই তোকে জুড়ে!
বাংলা ভাষা বাংলার মাটি
বাংলাদেশে জন্ম তোর
মায়ের ভালোবাসা মাটির টান
তোর আগমনে নতুন ঘ্রাণ!
আয় তুই আয় আমাদের কাছে
মানুষ হয়ে বাঁচ মানুষের হৃদয়ে
আমাদের ভালোবাসা পাবি তো তুই
ফুল ফুটুক আজ গোলাপ বা জুঁই !
রাত ১ টা ১০
০৮.০২.২০১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


