দক্ষিণা বাতাসে বসন্ত আসে এখনো
এখনো ফাগুনের আকাশে নাক ফুলের মতন বিন্দু বিন্দু তারা জ্বলে
সবই হয় কিন্তু এখন আর এক সাথে চাঁদ দেখা হয় না।
সেই পথ সেই দৃপ্ত পদচ্ছাপ জেগে আছে এখনো
এখনো পলাশ শিমুলের নম্র নিবেদনে ভরে থাকে চিরচেনা সেই পথ
সবই হয় কিন্তু এখন আর এক সাথে হাঁটা হয় না।
সৃজনের বীজতলায় পালা করে কবিতার চাষবাস চলে এখনো
এখনো দুন্দুভী ছন্দে দার্শনিক আনন্দময়তা নিয়ে কবিতা উৎসব চলে
সবই হয় কিন্তু এখন আর একসাথে কবিতা পড়া হয় না।
হাঁটে মাঠে ঘাটে প্রীতির আলোড়ন বিছানো আছে এখনো
এখনো শষ্যহীন মাঠের শিয়রে অনুরাগের তাজা গোলাপ ফুটে থাকে
সবই হয় কিন্তু এখন আর কাউকে ভালোবাসা হয়
না…
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৩