তোমরা সামান্য হেসে নাও হে শয়তানের পুত্রগণ!
সামনেই তোমাদের কৃতকর্ম অপেক্ষা করছে।
ভেবেছো গাজার অবুঝ শিশুর লাশের স্তুপের উপর দিয়ে
শান্তিময় তেল আবিব গড়ে তুলবে?
কখনো নয় !
যে আগুন জ্বালিয়েছো জায়নামাজ আর মসজিদ মিম্বরে সেই আগুনে তোমরা জ্বলবে কেয়ামত পর্যন্ত
তোমরা সামান্য লাফিয়ে নাও হে জালেমের মুখপাত্রগণ!
সামনেই তোমাদের দুনিয়া ছোট হয়ে আসছে।
ভেবেছো পশ্চিম তীরে নিরীহ মায়ের কান্নার স্রোতের উপর দিয়ে কর্তৃত্ববাদী জেরুজালেম গড়ে তুলবে?
কখনো নয় !
যে আগুন জ্বালিয়েছো ফিলিস্তিনির চোখে আর মনে সেই আগুনে তোমরা পুড়বে তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
তোমরা সামান্য জাউরামো করে নাও হে দাজ্জালের বংশধরগণ!
সামনেই তোমাদের দিন ফুরিয়ে আসছে।
ভেবেছো রামাল্লার শান্তিপ্রিয় যুবকের রক্তের ঢলের উপর দিয়ে বেহেস্তি গোলান মালভূমি গড়ে তুলবে?
কখনো নয়!
যে আগুন জ্বালিয়েছো মধ্যপ্রাচ্যের প্রতি বিন্দু বালুকণাতে সেই আগুনে তোমরা মরবে তোমাদের শেষ প্রজন্ম পর্যন্ত।
তোমাদের ক্ষমা নেই…
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৫