
চাঁদ দূর থেকেই সুন্দর
হাত বাড়িয়ে এগিয়ে গেলেই ছাই রংগা মাটি দেখে হতাশ হতে হয়।
বাগানের ফুল দূর থেকেই দর্শনীয়
আবেগের ছটফটানিতে ফুল ছিঁড়ে শিল্পকলা বানাতে গেলেই দুর্গন্ধে পচে যেতে হয়।
কষ্টের আবহসঙ্গীত দূর থেকেই শ্রুতিমধুর
সহানুভূতির আশায় কষ্টের বিউগল জনে জনে বিলোতে গেলেই হোঁচট খেতে হয়।
ভালোবাসা দূর থেকেই সুন্দর
বুক আগলে মায়ার গন্ধে জড়াতে গেলেই হারানোর বেদনায় রক্তাক্ত হতে হয়…
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




