
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
বেশি কথা, বেশি কোলাহল।
কোন কথা নয় শুধুই ইন্দ্রিয়গুলো মেলে ধরো,
মুখোমুখি বসে
চুপচাপ শুধু আমায় অনুভব করো।
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
কোন কিংবদন্তী, লোক উৎসব, লোকশ্রুতি।
কোন কথা নয় শুধুই আড়াল হও,
আমার জীবনের
অন্তরা
সঞ্চারী
আভোগে
চুপচাপ শুধু জড়িয়ে থাকো।
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
কোন ধোঁয়াশা, কুয়াশা, হতাশা।
কোন কথা নয় শুধুই হাত ধরো
শয়নে-স্বপনে, নিদ্রায়-জাগরণে
ধ্যানে-জ্ঞানে
মনেপ্রাণে
চুপচাপ শুধু আমায় ভালোবাসো…
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



