
সব সৃজনে সব লালনে
অভাব অভিযোগ অভিমানে
ছিলাম তোমার সবটা জুড়ে বহুবার বারবার,
শেষ পর্যন্ত বুঝলাম আমাকে শুধু পরিচিত একজন ভেবেছিলে ঘনিষ্ঠ ভাবো নি।
তবে কী আমি ই ভুল ছিলাম?
সব অভিব্যক্তি সব সংলাপে
কথা সুর সংগীতে
তোমার শুন্য দ্বীপে কত নন্দিত পদ্ম ফুটিয়েছি!
শেষ পর্যন্ত বুঝলাম তোমার বিবেকের বাটখারায়
আমি সময়ের পরীক্ষায় কখনো উত্তীর্ণ হতে পারি নি।
তবে কী আমি ই ভুল ছিলাম?
সব সৌরভে সব গৌরবে
প্রণয় পরিণয় প্রশান্তিতে
প্রেরণার দিব্যমোম জ্বালিয়ে সর্বদা তোমাকে অভিনন্দিত করেছি,
শেষ পর্যন্ত বুঝলাম তোমার শুভাকাঙ্ক্ষীর লম্বা লিস্টে আমি কেবলই একটা সংখ্যা মাত্র।
তবে কী আমি ই ভুল ছিলাম?
সব শীতে সব বসন্তে
সকাল সন্ধ্যা রাতে
আমি তোমার চরাচরের প্রতিটি পদচ্ছাপে শুদ্ধ নিবেদনের মাধুর্য ছড়িয়েছি,
শেষ পর্যন্ত বুঝলাম তোমার বোঝাপড়ার করিডোরে আমি শুধু ই এক বোকা মানুষ।
তবে কী আমি ই ভুল ছিলাম??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


