
জীবনে একটি ফুলের আগমন হোক
সুবাসে সুবাসে সুস্থ হোক জখমের প্রতিটি মোহনা
বিচ্ছিন্নতার উজান উপেক্ষা করে
সুবাস হোক সবল স্বতঃস্ফূর্ত স্বতপ্রণোদিত।
জীবনে একটি সত্যের আগমন হোক
ক্রোধে ক্রোধে প্রকম্পিত চোখগুলো সত্যের ছোঁয়ায় শীতল হোক
জাঁকজমক মিথ্যের আড়ালে সত্য আসুক কঠিন রুপে
সত্য হোক নিরবিচ্ছিন্ন নিরাবরণ নির্মোহ।
জীবনে একটি প্রেমের আগমন হোক
মাখো মাখো আদরে জমে উঠা ক্ষীরের মত প্রেম জেগে থাকুক শেষ নি:শ্বাস অব্দি
গভীর এই অসুখের যুগে
প্রেম হোক উন্নত উদার উন্মুক্ত।
জীবনে একটি ঝড়ের আগমন হোক
মেঘে মেঘে কাটাকাটি করে আকাশ ফুঁড়ে বেরিয়ে আসুক তীব্র আলো
পাপের লীলা ধ্বংস করতে
ঝড় হোক প্রগাঢ় প্রকান্ড প্রচন্ড...
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



