
পৃথিবীর কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া হোক।
স্বর্গের আইন ভংগ করে আমাকে দেবতাদের প্রাসাদ এনে দিতে হবে না
আমার লাগবে না কোন বড় মঞ্চ
লাগবে না আনুষ্ঠানিকতার ঢাক ঢোল
আমার কেবল ছোট্ট একটা ঘর হোক
ছোট্ট একটা উঠোন হোক।
তারকাদের ভীড়ের কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া দেওয়া হোক।
আমার লাগবে না কোন বড় মজলিস
লাগবে না দরবারী কোন শান-শওকত
আমার কেবল ছোট্ট একটা ফাউন্টেন কলম থাকুক
কালি ভরা ছোট্ট একটা দোয়াত থাকুক।
অনুভূতির বিশাল ক্যানভাসের কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া হোক।
লাগবে না আত্মার বিষ্ফোরক আত্মপ্রকাশ
লাগবে না ম্যারপ্যাচে কথার এক্কা দোক্কা
আমার কেবল অনুভূতির শরীর বেয়ে ছোট্ট একটা নদী থাকুক
বয়ে চলা নদীতে স্বপ্ন বোঝাই ছোট্ট একটা নৌকো থাকুক…
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


